ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানাতে উত্তাল হয়ে উঠেছে ঢাকার রাজপথ। মার্চ ফর গাজার কর্মসূচি ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছে অনেকটা মহামুক্তির মঞ্চ। যেখানে ফিলিস্তিনের পতাকা শুধু এক টুকরো কাপড় নয়-এটা হয়ে উঠেছে প্রতিবাদের এক শক্তিশালী ভাষা।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে লাখো মানুষ আসছেন বাংলাদেশের এই ঐতিহাসিক স্থানটিতে। এই কর্মসূচিকে ঘিরে শাহবাগ, টিএসসি, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় বেড়েছে ফিলিস্তিনের পতাকা ও টিশার্ট বিক্রির হিড়িক।
বিজ্ঞাপন
বিক্রেতারা জানাচ্ছেন, পতাকা বিক্রির এমন হিড়িক আগে কখনো দেখেননি তারা।
সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মার্চ ফর গাজায় অংশ নিতে ছুটে আসছেন মানুষ। তাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সঙ্গে নিচ্ছেন ফিলিস্তিনের পতাকা। কেউ কিনছেন কপালে লাগানোর ছোট পতাকা, কেউ মাঝারি সাইজের পতাকা, আবার কেউ কিনছে বড় পতাকা। যার যার পছন্দ অনুযায়ী ফিলিস্তিনের পতাকা নিচ্ছেন সর্বস্তরের মানুষ। জানাচ্ছেন গাজাবাসীর প্রতি সংহতি।
জানা গেছে, মার্চ ফর গাজা উপলক্ষে ন্যায্যমূল্যে রাজধানীর বিভিন্ন মোড়ে বিক্রি হচ্ছে ফিলিস্তিনের পতাকা। কয়েকগুণ বেড়েছে বিক্রির সংখ্যা। ১০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে পতাকা।
ভ্রাম্যমাণ দোকানি কামরুল ঢাকা মেইলকে বলেন, প্রচুর পতাকা বিক্রি হচ্ছে। জীবনে আগে কখনো এমন পতাকা বিক্রি করতে দেখিনি। মানুষ যেন কিনতে পারে সেজন্য ন্যায্যমূল্যে পতাকা বিক্রি করছি।
বিজ্ঞাপন
আরেক হকার আজাদুল পারভেজ বলেন, ছোট পতাকা বিক্রি করছি ১০ টাকায়। আর কপালে লাগানোর পতাকা ২০ টাকা দামে, মাঝারি সাইজের পতাকা ৫০ টাকা আর বড় পতাকা ১৫০ টাকা বিক্রি করছি। আর প্যাকেজে ৩টি ৬০ দামে পতাকা বিক্রি করছি ৫০টাকায়, ছাড় দেয়া হচ্ছে ১০ টাকা।
বিকেল ৩টা থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি চলবে। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
এসএইচ/এমআর