সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জমির দ্বন্দ্বে মারামারি, মাইক্রোবাসের চালক নিহত

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১১:০১ এএম

শেয়ার করুন:

জমির দ্বন্দ্বে মারামারি, মাইক্রোবাসের চালক নিহত

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।


বিজ্ঞাপন


আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম সুরুজ আলী (৫২)। নগরীর বিলশিমলা এলাকায় তার বাসা। তিনি মাইক্রোবাস চালাতেন।

পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে নিজ ভাগ্নের সঙ্গে কথা কাটাকাটি হয় সুরুজ আলীর। পরে তা হাতাহাতিতে গড়ায়। এতে তিনি আহত হন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানে তিনি মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর