রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

সড়কের ওপরে বাড়ি, চলাচলে দুর্ভোগ

অহিদুজ্জামান, পিরোজপুর
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

এক ব্যক্তির গোঁড়ামিতে হাজারও মানুষের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে কাউখালী উপজেলার সড়ক ও জনপথ বিভাগের রাস্তার ওপরে একটি বাড়ি। এ সড়কে যাতায়াতকারীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে এ স্থানে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

IMG-20241129-WA0013


বিজ্ঞাপন


পিরোজপুরের সঙ্গে নেছারাবাদ উপজেলার একমাত্র সড়ক যোগাযোগের রুটটি কাউখালী উপজেলার ওপর দিয়ে চলে গেছে। প্রতিদিন এসড়ক দিয়ে চলছে হাজার হাজার মানুষ, অসংখ্য যানবাহন আর স্কুল কলেজের শিক্ষার্থীরা। কাউখালী উপজেলার কচুয়াকাঠী বেইলি ব্রিজ সংলগ্ন রাস্তার প্রায় মাঝ বরাবর এ বাড়িটি থাকায় এ রুটে যাতায়াতকারীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার অপর পাশ থেকে কি আসছে হঠাৎ করে তা দেখা না যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে পঙ্গুত্বের স্বীকার হচ্ছেন অনেকে। এতো কিছুর পরেও কোনো এক অলৌকিক কারণে বাড়িটি সরানো হচ্ছে না। অজানা থেকে যাচ্ছে প্রকৃত কারণ। প্রকৃত কারণ উদঘাটন করে বাড়িটি অপসারণের দাবি জানিয়েছে এ পথে যাতায়াতকারীরা।

তবে এ বিষয়ে জানতে বাড়ির মালিকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি নন।

আরও পড়ুন

কাঁচা-পাকা সোনালী আমন ধানে কৃষকের লুকানো স্বপ্ন

এটি উচ্ছেদে সড়ক বিভাগের আগ্রহ থাকলেও মামলার কারণে সরাতে পারছেন না তারা। সড়ক ও জনপথ বিভাগ মালিককে বাড়িটি সরানোর অনুরোধ জানালেও বাড়ি মালিক মাওলানা নুরুল হক বলছেন আদালতের সিদ্ধান্তই চুড়ান্ত। ফলে অপেক্ষার প্রহর গুনছে সড়ক ও জনপথ বিভাগ।


বিজ্ঞাপন


IMG-20241129-WA0011

অটোচালক লিটন হোসেন বলেন, রাস্তার প্রায় মাঝখানে বিল্ডিং থাকার কারণে আমাদের অটো চালাতে খুবই সমস্যা হচ্ছে। সামনের অংশ আমরা দেখতে পাই না যার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে।

আরও পড়ুন

পঞ্চগড়ের তাপমাত্রা কমে ১১ ডিগ্রি সেলসিয়াস  

এ সড়কে বাস ও ট্রাক ড্রাইভাররা জানান, বিল্ডিংয়ের কারণে আমাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সামনে কিছু না দেখতে পেরে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এ ব্যাপারে পিরোজপুরের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, সব জটিলতার অবসান ঘটিয়ে রাস্তার ওপর থেকে বাড়িটি অপসারণের ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন