দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভাতগাঁও এলাকা থেকে তহিজ উদ্দিন (৮৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের সংলগ্ন ঢেপা নদী থেকে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লাশটি উদ্ধার করে।
বিজ্ঞাপন
তহিজ উদ্দিন সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই গ্রামের বাসিন্দা মৃত ফজির উদ্দিনের ছেলে।
মৃত তহিজ উদ্দিনের ভাতিজা শাহিন ইসলাম জানান, মানসিক ভারসাম্যহীন ছিলেন। তহিজ বুধবার রাতে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে লাশ উদ্ধার করেছেন। তবে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস