সাভারের আশুলিয়ার একটি বহুতল ভবনের ফ্ল্যাটের ভেতর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকার একটি ৪তলা বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার হয়।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তিরা হলেন, বাড়ির মালিক এম এ হাসান বাচ্চু, তার স্ত্রী স্বপ্না বেগম ও তাদের সন্তান মোছা. জান্নাতী।
স্থানীয়রা জানায়, সকালে নিহত দম্পতির বড় ছেলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলে প্রতিবেশিরা ছুটে আসে। পরে তারা ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে তিনজনের নিথর দেহ দেখতে পেয়ে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের প্রতিবেশী ফরিদা বেগম বলেন, ‘সকালে নিহতদের বড় ছেলে রুমের দরজার নিচ দিয়ে ধোঁয়া বের হতে দেখে চিৎকার করতে থাকে। পরে আশপাশের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে। বাচ্চু ও তার স্ত্রীসহ ছোট সন্তানকে বিছানার ওপর পড়ে থাকতে দেখে। এসময় তাদের বিছানার জাজিমে আগুন লাগা অবস্থায় দেখতে পায় এবং সেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি