মৌলভীবাজারে মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৫ আগস্ট) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার আধপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জে।
নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর গ্রামের রঞ্জু চন্দের ছেলে অনুপ চন্দ (৩৩) ও তার চাচাতো ভাই মঞ্জু চন্দের ছেলে অনিক চন্দ (২১)।
স্থানীয় সূত্রে জানায়, শ্রীমঙ্গলের মির্জাপুর গ্রাম থেকে মৌলভীবাজার শহরে আসার পথে আধপাশা গ্রামের রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী অনুপ ও অনিক মারা যান।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, নিহতদের মৃতদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস