শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ঢাকা

লালমনিরহাটে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

loading/img

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মিলন হোসেন(১১) ও মুজাহিদ হোসেন(৯) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ওই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা ওই এলাকার রবিউল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত মিলন ও মুজাহিদ ওই এলাকার মিজানুর রহমানের পুকুরে গোসল করতে নামেন। এক পর্যায়ে তারা দু’জনেই পানিতে ডুবে যান। ইতোমধ্যে তাদের মা প্রতিবেশী মারফত জানতে পারেন যে তারা পুকুরে গোসল করতে নেমেছেন। উদ্বিগ্ন মা তখন ছেলেদের খুঁজতে বের হন। পরে স্থানীয় এক ব্যক্তির মাছ ধরার জাল পুকুরে ফেলে মিলন ও মুজাহিদের মরদেহ উদ্ধার করা হয়।

কুচলিবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নিলুফা ইয়াসমিন জানান, পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যুতে এলাকার সবাই শোকাহত।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘আমরা মৃত্যুর সংবাদ পেয়েছি। ইউডি মামলা হয়েছে’।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন