সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

লালমনিরহাটে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১৪ জুন ২০২৪, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img

লালমনিরহাটের হাতীবান্ধায় ইউপি সদস্য আশরাফ আলীর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলেছেন এক নারী।

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে হাতীবান্ধা থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন ওই ভুক্তভোগী নারী।


বিজ্ঞাপন


শুক্রবার (১৪ জুন) দুপুরে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত।

আশরাফ আলী ওই উপজেলার নওদাবাস ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের  ইউপি সদস্য। তিনি পূর্ব নওদাবাস এলাকার কাশেম আলীর ছেলে।

আরও পড়ুন

চাচিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা গ্রেফতার

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুন রাত আনুমানিক ৮টায় ভুক্তভোগী ওই নারী বাড়ির টিউবওয়েল পাড়ে আসেন। সে সময় তার অজান্তে অভিযুক্ত আশরাফ পেছনে এসে দাঁড়ায়। এরপর ভুক্তভোগী নারী পেছনে আশরাফ আলীকে দেখে দৌড়ে ঘরে চলে যান। এ সময় আশরাফ তার পিছু নিয়ে ঘরে ঢোকে। এরপর সে ভুক্তভোগীকে জড়িয়ে ধরে ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন ওই নারীর চিৎকার করলে আশরাফ সেখান থেকে সটকে পড়েন।


বিজ্ঞাপন


ওই নারী সংবাদমাধ্যমকে জানান, ঘটনার পর থেকে ইউপি সদস্য থানায় লিখিত অভিযোগ না দিতে বিভিন্ন লোক দিয়ে চাপ দেন। এছাড়াও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বলাৎকারের পর শিশুকে হত্যা, মাদকসেবী গ্রেফতার

শুক্রবার সকালে অভিযুক্ত ওই ইউপি সদস্য আশরাফ আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কিছু জানি না । আমার বিরুদ্ধে কে অভিযোগ করল, কেন করল জানি না। আপনার কাছেই প্রথম শুনলাম। এরপর তিনি ফোন কলটি কেটে দেন।

হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন