বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে চাচিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামিল হাওলাদার (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১২ জুন) উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের এই ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় থানায় মামলা করেছেন।
বিজ্ঞাপন
গ্রেফতার জামিল হাওলাদার উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের কানকি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।
ভুক্তভোগী নারী একই গ্রামের বাসিন্দা সরোয়ারের স্ত্রী (২৮) ও তিন সন্তানের জননী।
মামলার বিবরণে জানা যায়, জামিল ওই নারীর চাচাতো বড় ভাসুরের ছেলে। বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে ওই নারী ঘুমাতে যায়। প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত সাড়ে ১১টার দিকে বাইরে যান। এই সুযোগে ভাশুরের ছেলে জামিল ভুক্তভোগী নারীর ঘরের দরজা খোলা পেয়ে গোপনে ঘরের মধ্যে প্রবেশ করে ভুক্তভোগী নারীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগী নারীর দেবর মাসুম হাওলাদার বিষয়টি টের পেয়ে সে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে ডাকচিৎকার করলে এলাকার মানুষ জড়ো হয় ও থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে জামিল হাওলাদারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বিজ্ঞাপন
বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন জানান, তিন সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টায় মামলা হয়েছে। আসামি গ্রেফতার করা হয়েছে শুক্রবার (১৪ জুন) আদালতে করা হবে।
প্রতিনিধি/এসএস