বাগেরহাটের কচুয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের ভুয়া সনদ ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে এম এম মনির নামের এক গ্রাম্য চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে আদালত ওই গ্রাম্য চিকিৎসকের চেম্বার সিলগালা করে দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার এই দণ্ডাদেশ দেন। এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্ত এম এম মনির বাগেরহাট পৌর শহরের হরিণখানা এলাকার সোহরাব হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার রোহান সরকার বলেন, প্রাথমিক চিকিৎসার একটি প্রশিক্ষণ নিয়েই নিজেকে এমবিবিএস পাস দাবি করে চেম্বার নিয়ে দীর্ঘদিন মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন এমএম মনির নামের ওই ব্যক্তি। চেম্বারের সামনে সাইনবোর্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখেছেন সেটিও ভুয়া। তার অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে চেম্বার সিলগালা করে দেওয়া হয়েছে। ভুয়া ডিগ্রি ব্যবহার করে পুনরায় চিকিৎসা সেবা দিবে না মর্মে মুচলেকা দিয়েছেন এমএম মনির নামের ওই ব্যক্তি।
প্রতিনিধি/এইচই