সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

লালমনিরহাটে বিষপানে মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ০২ জুন ২০২৪, ০৭:০৮ এএম

শেয়ার করুন:

loading/img

লালমনিরহাটের হাতীবান্ধায় বিষপানে মা ও চার মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার (১ জুন) বিকেলে উপজেলার সীমান্তবর্তী ভেলাগুড়ী ইউনিয়নের সোনারদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম (৪১) ওই গ্রামের আকবর আলীর স্ত্রী ও তার চার মাস বয়সী কন্যাশিশু।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মেয়ের পড়ালেখার খরচ জোগাতে না পেরে বাবার আত্মহত্যা 

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন আকবর আলীর স্ত্রী রোজিনা বেগম। এর আগেও তিনি বিভিন্ন সময় আত্মহত্যার চেষ্টা চালান। মাঝখানে সুস্থ হয়ে উঠলেও আবারও অসুস্থ হয়ে যান রোজিনা। ঘটনার দিন দুপুরে পরিবারের চোখ ফাঁকি দিয়ে চার মাস বয়সী মেয়ের মুখে বিষ ঢেলে দিয়ে তিনি নিজেও বিষপান করেন। এতে মা ও মেয়ে দু’জনেই মারা যান।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতালে পাঠানো হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন