নীলফামারীর কিশোরগঞ্জে আনোয়ার হোসেন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩০ মে) তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
শনিবার (১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল।
আনোয়ার হোসেন মাগুড়া সিঙ্গেরগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও পেশায় অটোরিকশার চালক ছিলেন।
নিহতের স্বজন সূত্রে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় আনোয়ার হোসেনের মেয়ে জিপিএ ৫ পান। কলেজ ভর্তির সিদ্ধান্তে তিনি রংপুরের ভালো কলেজে পড়তে চান। এতে তার বাবা জানায় যে, তিনি তাকে রংপুরে ভালো কলেজে পড়ার অর্থ জোগাতে পারবেন না। এ নিয়ে আনোয়ার হোসেন ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে তিনি নিজ ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে ওসি বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/টিবি