নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি হাটে উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার।
বিজ্ঞাপন
দু’ঘণ্টার এ অভিযানে বাজারের প্রায় ৩০ শতাংশ সরকারি জায়গা উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা ২০টি দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, নিয়ম ভঙ্গ করে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কর্তৃপক্ষ।
দোকান মালিক আলহাজ রাসেল সরকার বলেন, তাদের জায়গা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ উচ্ছেদ অভিযানে আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। দোকানের মালামাল ও স্থাপনাসহ ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। এর দায় কে নেবে?
ক্ষুদ্র পান ব্যবসায়ী স্বপন মিয়া বলেন, আজকের এ অভিযান সম্পর্কে আমাদের কিছুই জানানো হয়নি। আমাদের যদি আগে জানানো হতো তাহলে দোকানের মালামাল সরিয়ে নিতে পারতাম।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে ফারজানা আখতার বলেন, অবৈধ দখলদারদের বারবার নোটিশ দেওয়ার পরেও তারা স্থাপনা সরাতে ব্যর্থ হয়েছে। এ কারণে শুটিবাড়ী বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, বাজারে অবৈধভাবে গড়ে উঠা অন্যান্য স্থাপনা ভেঙ্গে সরকারি জায়গা উদ্ধার করতে এ অভিযানে অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস