বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ঢাকা

নবাবগঞ্জে অভিযানে ৬ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

নবাবগঞ্জে অভিযানে ৬ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

ঢাকার নবাবগঞ্জে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৪০ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। 

শনিবার (২৭ এপ্রিল) উপজেলার কাশিমপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই জমি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম বলেন, উপজেলার সদর কলাকোপা ইউনিয়নের কাশিমপুর মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত ৪০ শতাংশ সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে দোকান ও রেস্তোর নির্মাণ করে ভাড়া দিয়েছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র। জমিরটির বাজার মূল্য আনুমানিক ৬ কোটি টাকা। শনিবার ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেলের তত্বাবধানে অভিযান চালিয়ে জমি সরকারের পূর্ণদখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়।

তিনি আরো জানান, সরকারি জমির শ্রেণি রাস্তা, যা দোহার-নবাবগঞ্জ সড়কের পাশে অবস্থিত। উচ্ছেদের কারনে রাস্তাটি আরো প্রশস্ত হয়েছে। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

সরকারি জমি দখলমুক্ত কার্যক্রমের জন্য উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন

গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর