জয়পুরহাটে পুকুরে ডুবে ইসমাইল হোসেন নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ মে ) সকালে কালাই উপজেলার পাঁচশিরা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মৃত শিশু ইসমাইল পাঁচশিরা গ্রামের আল আমিনের ছেলে।
কালাই থানার ওসি ওয়াসিম আল বারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু ইসমাইল হোসেন সকালে বাড়ির উঠানে খেলা করছিল। সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরিবার লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবার ও স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/এসএস