সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীতে বজ্রপাতে ২ বালু শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
সোমবার (২০ মে) সকালে দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর এলাকার চেলা নদীতে বালু উত্তোলনের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ২ বালু শ্রমিকের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তিরা হলেন- আব্দুল কুদ্দুস, (২৫) ও দুলন মিয়া (৩০)। তাদের বাড়ি ছাতক উপজেলায়।
আরও পড়ুন
স্থানীয়রা জানান, সোমবার সকালে উপজেলার নংরসিংহপুর এলাকার চেলা নদীতে বালু উত্তোলনে ছিলেন বালু শ্রমিকরা। সকালে ঝড়ো বৃষ্টি আর আকস্মিক বজ্রপাতের সময় ঘটনাস্থলেই ২ বালু শ্রমিকের মৃত্যু হয়। এ সময় বজ্রপাতে আহত হন আরও ৩ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, সকালে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস