শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

পালসার পি১৫০: দুর্দান্ত রেসিং বাইক আনল বাজাজ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১২:৫০ পিএম

শেয়ার করুন:

পালসার পি১৫০: দুর্দান্ত রেসিং বাইক আনল বাজাজ

এই সপ্তাহে বাজারে এলো নতুন পালসার। মডেল পালসার পি১৫০। ইতিমধ্যে নতুন মডেলের পালসার বিক্রির ঘোষণা দিয়েছে বাজাজ।

আরও পড়ুন: বাইক বিডি: মোটরসাইকেলের সব খবর জানুন


বিজ্ঞাপন


বাজাজ দাবি করছে নতুন পালসারে দুর্দান্ত অভিজ্ঞতা মিলবে। বাজাজ দাবি করে পালসার ভারতের নম্বর ওয়ান রেসিং বাইক। যদি পালসার ১৫০ মডেল একটি কমিউটার বাইক। 

pulsarনতুন পালসারের দামও হাতের নাগালে। একসময়ে মধ্যবিত্তের ‘ড্রিম বাইক’ ছিল পালসার। কিন্তু পালসার সেই একই ডিজাইন থেকে একচুলও সরেনি। ফলে এখন পালসারের আগের মতো আকর্ষণ নেই। 

আরও পড়ুন: ভাইরাল ভিডিও: ১ বাইকে ৬ জন, ২ কুকুর-মুরগি নিয়ে চিড়ে চ্যাপ্টা 

নতুন পালসার পি১৫০ মডেলে দেওয়া হয়েছে ১৪৯.৬৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন।


বিজ্ঞাপন


pulsarঅটোমোবাইল বিশেষজ্ঞরা বলছেন, নতুন ইঞ্জিন আগের তুলনায় অনেক বেশি রিফাইন্ড হবে। ফলে মিলবে অধিক মাইলেজ। 

নতুন এই ইঞ্জিন ৮৫০০ আরপিএমে ১৪.৫ পিএস পাওয়ার এবং ৬০০০ আরপিএম ১৩.৫ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। 

আরও পড়ুন: বাজাজ পালসার ১২৫ এলো কার্বন ফাইবার এডিশনে

নতুন মডেলে মডার্ন এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে। এর ফুয়েল ট্যাংক আগের মডেলগুলো থেকে অনেক বেশি মাসকুলার। একটি বিগ বাইক ফিল আছে। 

pulsarডুয়েল ডিস্কের পাশাপাশি সিঙ্গে ডিস্ক ভার্সনে পাওয়া যাবে পালসার পি১৫০ মডেল। সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টে পিছনের চাকায় একটি ড্রাম ব্রেক পাবেন।

নয়া মডেলের পেছনে এলইডি টেইল ল্যাম্প দেওয়া হয়েছে। যা একেবারে নতুন বলা যায় না। কেননা, পালসার এন১৬০, এফ২৫০ এবং এন ২৫০ মডেলের টেল ল্যাম্পও এলইডি। 

আরও পড়ুন:  ১৫০ সিসির নতুন পালসার আনল বাজাজ

পালসার পি১৫০ মডেলে এন১৬০ মডেলের মতোই আন্ডারবেলি এক্সস্ট রয়েছে। 

এটি থার্ড জেনারেশনের পালসার। আগের দুই পালসার তুমুল জনপ্রিয় ও সফল মডেল। এই মডেলগুলো পালসার ম্যানিয়ার রেশ ফিরিয়ে আনতে পারে কিনা, সেটাই দেখার। 

pulsar

এখনকার অনেক বাইকে কিক-স্টার্টার থাকে না। শুধুমাত্র ইলেকট্রিক স্টার্টার থাকে। তবে পালসারের এই নতুন মডেলে সেই চিন্তা নেই। দুইটিই পাবেন। 

নতুন পালসারের ফ্রেমটাও একেবারে নতুন। নতুন জেনারেশানের, আরও বেশি সিসির পালসার মডেলগুলোর থেকে এই ফ্রেম নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: বাজাজ পালসার ১২৫ নাকি টিভিএস রেইডার ১২৫ কিনবেন?

সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্কস এবং পিছনে মনোশক রয়েছে। 

বাইকটি স্ট্যান্ডার্ড হিসাবে সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে।

pulsarমোট ৫টি রঙে নতুন পালসার পি১৫০ কেনা যাবে। এগুলো হলো-রেসিং রেড, ক্যারিবিয়ান ব্লু, ইবোনি ব্ল্যাক-রেড, ইবোনি ব্ল্যাক-ব্লু এবং ইবোনি ব্ল্যাক-হোয়াইট। 

পালসার পি১৫০ ভারতে দাম শুরু হয়েছে ১ লাখ ১৬ হাজার রুপি থেকে। এই মডেল বাংলাদেশে আসবে কিনা তা একনো  জানানো হয়নি। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর