বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

কম দামের ইলেকট্রিক স্কুটার

বেশি রেঞ্জের ইলেকট্রিক স্কুটার এলো

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ এএম

শেয়ার করুন:

loading/img

অনেকেই সস্তায় ইলেকট্রিক স্কুটার খুঁজছেন। তাদের জন্য সুখবর। ভারতের তেলেঙ্গানার ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা ব্রিস্ক ইভি নতুন দুইটি ইলেকট্রিক স্কুটার আন্তর্জাতিক বাজারে এনেছে। এগুলো হল, অরিজিন এবং অরিজিন প্রো।

এই মডেল দুইটি ইলেকট্রিক ভেহিকেল মার্কেটে নতুন মাত্রা যোগ করতে চলেছে। যেখানে ২০০ কিলোমিটার পর্যন্ত আইডিসি রেঞ্জ পাওয়া যাবে – যা এই সেগমেন্টে সবচেয়ে বেশি। 


বিজ্ঞাপন


অরিজিন এবং অরিজিন প্রো স্কুটারের দাম বারতে ১ লাখ ৩৯ হাজার রুপি। 

ev3

এই স্কুটারগুলো গ্রাম ও শহরের রাইডারদের জন্য টেকসই এবং কার্যকর একটি সমাধান হিসেবে বাজারে এসেছে। ডিজাইনে আধুনিক এবং স্টাইলিশ লুকের পাশাপাশি, এটি প্রতিদিনের ব্যবহারকে আরও সহজ করবে। প্যান্থার দ্বারা অনুপ্রাণিত ডিজাইনে স্কুটারগুলোকে আরও আক্রমণাত্মক এবং গতিশীল করে তুলতে ক্লে মডেলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: সবচেয়ে কম দামে ইলেকট্রিক স্কুটার কিনুন


বিজ্ঞাপন


এই স্কুটারগুলোতে অত্যাধুনিক ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৭ ইঞ্চি ওটিএ-সক্ষম টাচস্ক্রিন ডিসপ্লে। এই স্মার্ট ডিসপ্লে নেভিগেশনের জন্য ম্যাপ, স্মার্ট কানেক্টিভিটি এবং রিভার্স মোডের সুবিধা প্রদান করে। ব্যাটারি ফুটবোর্ডের নিচে স্থাপন করা হয়েছে, যা ওজনের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে।

ev35

ব্রিস্ক ইভি স্কুটারের টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী, স্কুটারগুলোতে ৪.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি ব্যবহৃত হয়েছে, যা ২০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করতে সক্ষম। চার্জিং করতে সময় লাগে ৭ ঘণ্টা। মোটরের শক্তি ৪.৪২ বিএইচপি এবং সর্বোচ্চ ৮.৭ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে। টর্ক ১৬০ এনএম।। স্কুটারটির বুট স্পেস ৩০ লিটার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন