সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘সাঁকো বর্ষসেরা পুরস্কার’ পেলেন ফাহমিদা ইয়াসমিন

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img
কথাসাহিত্যিক ফাহমিদা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

‘সাঁকো বর্ষসেরা পুরস্কার ২০২৪’ পেলেন কবি ও কথাসাহিত্যিক ফাহমিদা ইয়াসমিন। কবিতায় বিশেষ অবদান রাখায় তাকে পুরস্কারের জন্য মনোনীত করে অনলাইনভিত্তিক সাহিত্য সংগঠন ‘সাঁকো ২১’।

ফাহমিদা ইয়াসমিন বিদেশে থাকায় তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কবি ও সম্পাদক এনাম রাজু। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইডব্লিইটিএ মিলনায়তনে সাঁকো বর্ষসেরা পুরস্কার প্রদানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আরও ২০ জনকে পুরস্কৃত করা হয়। সাঁকো ২১-এর অ্যাডমিন কবি রিলু রিয়াজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইকবাল আলম।

আরও পড়ুন

নিজের ‘বেইজ্জতি’ নিয়ে মুখ খুললেন সলিমুল্লাহ খান

এ সময় উপস্থিত ছিলেন কবি ও শিশুসাহিত্যিক স ম শামসুল আলম, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী, ছড়াশিল্পী মালেক মাহমুদ, ভোরের কাগজের সাহিত্য সম্পাদক সালেক নাসের উদ্দিন, জাগো নিউজের ফিচার ইনচার্জ সালাহ উদ্দিন মাহমুদ, প্রতিদিনের সংবাদের সাহিত্য সম্পাদক মীর হেলাল প্রমুখ।

প্রসঙ্গত, প্রেম ও প্রকৃতির কবি ফাহমিদা ইয়াসমিনের জন্ম মৌলভীবাজারের বড়কাপনে। কবিতা ছাড়াও তিনি উপন্যাস, প্রবন্ধ, গল্প, ছড়া ও কলাম লেখেন। প্রকাশিত বই ১৬টি। কাপলেট বা দোহা কবিতা দিয়ে এরই মধ্যে সাড়া ফেলেছেন। লিখছেন গীতিকবিতাও। সম্পাদনা করেন ছোটকাগজ ‘ধরলা’ ও ‘মনুজল’।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন