গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় তাকওয়া পরিবহনের মিনিবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছেন। এসময় আহত হন আরও দুইজন। এ ঘটনায় তাকওয়া পরিবহনের ওই মিনিবাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় ৩০ মিনিট যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টেকনগপাড়া এলাকায় চৌরাস্তাগামী তাকওয়া পরিবহনের মিনি বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত ও দুইজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় প্রায় ৩০ মিনিট ওই মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, তাকওয়া পরিবহনের বাসচাপায় এক শিশু নিহত ও দুইজন আহত হয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন দিয়েছে। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। মরদেহ উদ্ধার সহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রতিনিধি/এজে