স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৩, ১১:২১ এএম
আন্ডারডগ প্রতিপক্ষ পেয়ে যেন গোল উৎসবে মেতে উঠেছিল ফরাসি ক্লাব পিএসজি। মেসিহীন ম্যাচে একমাত্র কিলিয়ান এমবাপেই দলটির হয়ে করেছেন পাঁচ গোল। ফ্রান্সের ষষ্ঠ সারির দল পি কে কেসেলকে রীতিমত গোল বন্যায় ভাসিয়ে ফরাসি কাপের শেষ ষোলোতে উঠেছে পিএসজি।
সোমবার (২৩ জানুয়ারি) ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর লেন্সের মাঠ স্টেডে বোলায়ের্ট ডেলেলিসে অনুষ্ঠিত হয় ম্যাচটি। কোপা ডি ফ্রান্সের শেষ ৩২-এর এই লড়াইয়ে পি কে কেসেলকে ৭-০ গোলে হারিয়েছে ক্রিস্টোফ গ্যালতিয়েরের দল। দলটির হয়ে পাঁচটি গোল করেছেন ফরাসি তারকা এমবাপে। মেসিহীন ম্যাচে অন্য দুইটি গোল করেছেন নেইমার ও কার্লোস সলের।
আরও পড়ুন- সাহসের জন্যই আজ এতদূর আসতে পেরেছি: ব্যারিস্টার সুমন
— Paris Saint-Germain (@PSG_English) January 23, 2023
এদিকে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। তবে কাঙ্ক্ষিত গোলের জন্য দলটিকে অপেক্ষা করতে হয় খেলার ২৯তম মিনিট পর্যন্ত। নুনো মেন্দিসের থেকে পাওয়া বলে গোল করেন এমবাপে। এরপর ৩৩তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নেইমার। এক মিনিট পরেই নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন এমবাপে। তার ঠিক ছয় মিনিট পরেই আবারও গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। এই গোলে মাত্র ১১ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূরণ করেন ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার।
আরও পড়ুন- ১৫ বছর পর বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড
প্রথমার্ধে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় গালতিয়েরের দল। তবে বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার কমায়নি পিএসজি। যার ফলস্বরূপ ৫৬তম মিনিটে নেইমারের নিখুঁত পাসে দারুণ এক গোল করেন এমবাপে। এরপর ম্যাচের ৬৪তম মিনিটে আবারও সেই নেইমারের পাস থেকে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সলের। আর ৭৯তম মিনিটে সলের পাস থেকে নিজের পঞ্চম গোলটি করেন এমবাপে। এরপর আর কোনও দলই গোল করতে না পারায় ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি জায়ান্টরা।
আরও পড়ুন- পিসিবির নতুন প্রধান নির্বাচক হারুন রশিদ
তবে গতরাতের ম্যাচে পিএসজি দলে মেসি না থাকার পেছনে কারণ জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ের। বলেছেন, ‘পি কে কেসেল অনেকটাই দুর্বল দল। তাই মেসিকে দলে রাখা হয়নি। গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমাকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ধীরে ধীরে তাদের সব ম্যাচে নামানো হবে।’
এফএইচ