রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

পিসিবির নতুন প্রধান নির্বাচক হারুন রশিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

পিসিবির নতুন প্রধান নির্বাচক হারুন রশিদ

ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবির পরই পাকিস্তান ক্রিকেটে বদলের আভাস পাওয়া যায়। তারপরই সরিয়ে দেওয়া হয় বোর্ডের প্রধান রমিজ রাজাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান দায়িত্ব আসেন নাজাম শেঠি। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে প্রধান নির্বাচক ওয়াসিমকে সরিয়ে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব আনা হয় আফ্রিদিকে। তবে দায়িত্ব নেবার একমাস হবার আগেই সরে দাঁড়ান আফ্রিদি। 

এদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার আফ্রিদি সরে যাওয়ায় আজ (সোমবার) নতুন করে নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক ব্যাটার হারুন রশিদকে। এছাড়া প্রধান নির্বাচকের নাম ঘোষণা করলেও প্যানেলের বাকি সদস্যের নাম পরে জানানো হবে বলে জানান নাজাম শেঠি। 


বিজ্ঞাপন


হারুন রশিদকে দায়িত্ব দিয়ে নাজাম শেঠি বলেন, ‘আমি রশিদকে অভিনন্দন জানাতে চাই এবং আশা করি আসন্ন আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টের জন্য স্কোয়াড বাছাই করার সময় তিনি তার ক্রিকেট জ্ঞান, বোঝাপড়া এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন।’

পাকিস্তানের প্রধান নির্বাচক দায়িত্ব নেবার পর হারুন বলেন ‘এই দায়িত্ব অর্পণ করায় আমি সম্মানিত এবং টিম ম্যানেজমেন্ট এবং ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি যাতে আমাদের পরিষ্কার পথ থাকে এবং যা হবে তার জন্য সেরা উপলব্ধ খেলোয়াড় নির্বাচন করতে সম্মিলিতভাবে কাজ করতে পারি। এসিসি এশিয়া কাপ, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ এবং তিনটি টেস্টের জন্য অস্ট্রেলিয়া সফর সহ ক্রিকেটের একটি ব্যস্ত এবং হাই-প্রোফাইল বছর।’

‘আমি আমার সময়ের উপর ফোকাস করতে চাই এমন একটি মূল দিক হল যোগাযোগের উন্নতি করা। এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র কারণ ক্রিকেটারদের কেন তাদের নির্বাচিত করা হয়েছে বা না নির্বাচিত করা হয়েছে সে সম্পর্কে সম্পূর্ণ স্পষ্টতা থাকা দরকার, যা তাদের পছন্দসই ফলাফল দিতে, তাদের দক্ষতার উপর আরও কঠোর পরিশ্রম করতে এবং অনুপ্রাণিত থাকতে সাহায্য করবে।’

৬৯ বছর বয়সী রশিদ এর আগেও ২০১৫-২০১৬ সাল প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এই সাবেক ক্রিকেটার পাকিস্তানের জার্সিতে ২৩ টেস্ট ও ১২ ওয়ানডে খেলেন। প্রধান নির্বাচক ছাড়াও পিসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স ও পাকিস্তান টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেন সাবেক এই ব্যাটার।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর