১৫ বছর পর মার্চে তিনটি ওয়ানডের সঙ্গে তিন টি টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলেতে ঢাকায় আসছে আয়ারল্যান্ড। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে ২০০৮ সালে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল আইরিশরা। তবে এবারই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সফর করছে আয়ারল্যান্ড। এদিকে বাংলাদেশের বিপক্ষে দিয়ে আবার দীর্ঘ বিরতির পর সাদা পোশাকে ফিরবে আইরিশরা।
বিজ্ঞাপন
আগামী ১২ মার্চ ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড দল। মূল সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা। তবে প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনও নির্ধারিত হয়নি।
এদিকে আইরিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেটে। ১৮ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে এই দুই দল। ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে ও ২৩ মার্চ হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।
অন্যদিকে ওয়ানডে সিরিজের পর ২৭ মার্চ চট্টগ্রামে প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে এই দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৯ এবং ৩১ মার্চ। আর ৪ এপ্রিল সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে।