স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম
আপাতত পরিস্থিতি অপরিবর্তিতই থাকছে। বাংলাদেশের বিপক্ষে কোনো নির্দিষ্ট বা কার্যকর নিরাপত্তা হুমকির তথ্য না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনই ভারতের বাইরে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সরানোর বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে বাংলাদেশের দলের নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিসিবিকে জানানো হয়, ভারতের মাটিতে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির মূল্যায়ন আইসিসির কাছে নেই।
আরও পড়ুন- ভারতেই খেলতে হবে— বাংলাদেশকে আইসিসি
আরও পড়ুন- ‘বাংলাদেশ ভারতে না এলে বিশ্বকাপ ১৯ দলেই, সময় নষ্ট করা ঠিক না’
এর আগে ৪ জানুয়ারি জরুরি বোর্ড সভা শেষে বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের সব ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। চিঠিতে বলা হয়, “বাংলাদেশ দলের খেলোয়াড়, টিম অফিসিয়াল, বোর্ড সদস্য এবং সংশ্লিষ্ট সব অংশীজনের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থে” ম্যাচগুলো অন্য ভেন্যুতে সরানোর বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন- মুস্তাফিজ ইস্যুতে নতুন প্রস্তাব ভারতের, কী করবে বিসিবি?
আরও পড়ুন- আইপিএল সম্প্রচার বন্ধ বাংলাদেশে, ভারতের যে প্রতিক্রিয়া
তবে আপাতত আইসিসির অবস্থান বিসিবির দাবির সঙ্গে পুরোপুরি মিলছে না বলেই ধারণা পাওয়া যাচ্ছে। মঙ্গলবারের বৈঠকে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এবং এখনই আইসিসির অবস্থান বদলানোর ইঙ্গিতও নেই। জানা গেছে, ১০ জানুয়ারির মধ্যেই বিসিবিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হতে পারে।
আরও পড়ুন- মুস্তাফিজকে বাদ দেওয়ায় বিসিসিআইকে ধুয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার
সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।
পিএসএলে খেলছেন মুস্তাফিজ
৪ জানুয়ারির বিসিবির চিঠিকে মূলত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে। বিসিসিআই আইপিএল ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই কেকেআর তা কার্যকর করে।
এর পাল্টা পদক্ষেপ হিসেবে বিসিবি বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করে। এরই মধ্যে মঙ্গলবার জানা গেছে, মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যোগ দিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।