স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ০২:৫২ পিএম
টারোবার সবুজ মাঠে এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। একদিকে ওয়েস্ট ইন্ডিজের দাপুটে ব্যাটিংয়ে পাহাড়সম ২৯৫ রানের চ্যালেঞ্জ, আর অন্যদিকে পাকিস্তানের রীতিমতো মরণদশা মাত্র ৯২ রানে গুটিয়ে গিয়ে লজ্জাজনকভাবে সিরিজ খুইয়ে বসলো মোহাম্মদ রিজওয়ানের দল। একসময় যারা সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর ছিল, তারাই শেষ ম্যাচে যেন আত্মসমর্পণের প্রতীক হয়ে উঠল।
প্রথম ওয়ানডেতে ৪৭ রানের ইনিংস দেখে মনে হয়েছিল, হয়তো ফিরছেন পুরনো বাবর আজম। কিন্তু পরের দুটি ম্যাচেই যেন হারিয়ে গেলেন ছায়ায়। দ্বিতীয় ম্যাচে শূন্য, আর তৃতীয় ম্যাচে নামের পাশে মাত্র ৯। পাকিস্তানের ‘ব্যাটিং স্তম্ভ’ বলে পরিচিত বাবরের এমন ভেঙে পড়া ব্যাটিং ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আরও পড়ুন- বাবর-রিজওয়ানের শেষ ‘লাইফলাইন’ এশিয়া কাপ
আরও পড়ুন- ভাগ্যিস স্টার্ক-কামিন্সরা ছিল না— পাকিস্তান দল নিয়ে ঠাট্টা শোয়েবের
ম্যাচ শেষে যেমন বিশ্লেষক, তেমনি সমর্থক- দুই পক্ষ থেকেই সবচেয়ে বেশি আক্রমণের মুখে পড়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং সাবেক অধিনায়ক বাবর আজম। একদিকে নেতৃত্বে অনিশ্চয়তা, অন্যদিকে ব্যাট হাতে দায়িত্বজ্ঞানহীনতা, এই দুইয়ের মিশ্রণেই যেন পাকিস্তানের এই ভরাডুবি। এ নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি সম্প্রতি ‘দা গেম প্ল্যান’ ইউটিউব চ্যানেলে বাবর আজম ও রিজওয়ানকে বেশ কঠোর সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, ‘ক্যারিয়ারের শুরুতে যেভাবে তারা পারফর্ম করেছিল, এখন সেই গুণাবলি প্রায় হারিয়ে ফেলেছে। তাই তাঁর মতে, তাদের দিয়ে এখন শুধু বিজ্ঞাপন করানোই উচিত।’
আরও পড়ুন- এ লজ্জা রশিদ খান রাখবেন কোথায়
বাসিত আরও বলেন, ‘বাবর ও রিজওয়ান কোচদের কথা শোনে না, তারা শোনার ভান করলেও প্রকৃত অর্থে তা মানে না। তিনি ইনজামাম উল হক, ইউসুফ, কিংবা ইউনুস খানদের মতো কোনো গুরুপ্রতিম ক্রিকেটারের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন, যিনি তাদেরকে জাগিয়ে তুলতে পারেন। তবে এই দুই ক্রিকেটার জানে, কেউ তাদের পরিবর্তন করতে চাইবে না কারণ তারা কখনো এমন সুযোগ দেয়নি।’
বাসিতের মতে, ‘বাবরের পারফরম্যান্সের পতনের পিছনে অন্যতম কারণ ইগো। যদিও এই বিষয়ে সব সাবেক ক্রিকেটার একমত নন, তবে আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল বাবরকে সমালোচনা করেছেন। তিনি বলেন, বাবরের মধ্যে কোনো ইগো দেখা যায় না, তিনি পরিবারের প্রতি সম্মান জানায় এবং সবার সঙ্গে ভদ্র আচরণ করে। তবে কামরানের আশা, বাবর যেন মাঠে নিজের থেকে খেলাটাকে বড় না মনে করে এবং সর্বোপরি পাকিস্তান দলের জন্য খেলেন।’
আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাসিত বেশ উদ্বিগ্ন। তিনি প্রার্থনা করেন, ‘ভারত যেন ওই ম্যাচ খেলতে না আসে, কারণ বিশ্ব কিংবদন্তীদের টুর্নামেন্টে ভারত না খেলার কারণে পাকিস্তান দলকে তারা খুব কঠোরভাবে পরাস্ত করেছিল, যা সবাই কল্পনার বাইরে।’