শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লজ্জার ইতিহাস গড়লেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫, ১০:০৯ এএম

শেয়ার করুন:

লজ্জার ইতিহাস গড়লেন রশিদ খান

দ্য হান্ড্রেড টুর্নামেন্টে মঙ্গলবার রাতটা ভুলে যেতে চাইবেন রাশিদ খান। বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলতে নেমে ভয়াবহ এক দিন কাটালেন এই আফগান লেগস্পিনার।

লক্ষ্য তাড়ায় ফিনিক্স চলছিল দারুণভাবে। তখন বল হাতে আসেন রাশিদ খান, ৭৬ থেকে ৮০তম বলের মাঝে পাঁচ বল করার সুযোগ পান তিনি। আর সেখানেই শুরু হয় লিয়াম লিভিংস্টোনের মারমুখী রূপ। টানা তিনটি ছক্কার সঙ্গে আগ-পিছ দুইদিকে দুইটি চার হাঁকিয়ে রাশিদকে একপ্রকার ছিন্নভিন্ন করে দেন ইংলিশ ব্যাটার।


বিজ্ঞাপন


শেষ পর্যন্ত লিয়াম লিভিংস্টোন ২৭ বলে অপরাজিত ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। বার্মিংহাম ফিনিক্স জয় পায় ৪ উইকেটে, ৯৮ বলেই শেষ করে রান তাড়া।

অন্যদিকে, রাশিদ খানের বোলিং পরিসংখ্যান ছিল ভয়ংকর। ২০ বলে ৫৯ রান, কোনো উইকেট নেই। এটি হান্ড্রেডের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিং স্পেল এবং রাশিদের টি-টোয়েন্টি ক্যারিয়ারেরও সবচেয়ে বাজে বোলিং ফিগার।

আরও একটি রেকর্ড গড়েছেন লিভিংস্টোন, টি-টোয়েন্টিতে রাশিদ খানের বিপক্ষে ২০০ রানের মাইলফলক স্পর্শ করা একমাত্র ব্যাটার তিনি। যেখানে অন্য কোনো ব্যাটার ১৫০ রানও করতে পারেননি এই লেগস্পিনারের বিপক্ষে।

রাশিদের এই ফর্মহীনতা নতুন নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর তার পিঠে অস্ত্রোপচার হয়। এরপর থেকেই ছন্দে নেই তিনি। নিজেও স্বীকার করেছেন, চোট কাটিয়ে ফিরে নিজেকে খুব দ্রুত চাপের মধ্যে ফেলেছেন তিনি।


বিজ্ঞাপন


সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাশিদ বলেন, “টি-টোয়েন্টিতে ঠিক আছে, নিজেকে সামলে নেওয়া যায়। কিন্তু লম্বা ফরম্যাটে আমার শরীর সাড়া দিচ্ছিল না। তারপরও জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে টেস্টে ৫৫ ওভার বোলিং করেছি, যা আমাকে করতে মানা করা হয়েছিল। দলের প্রয়োজনে করলেও পরে বুঝেছি ভুল করেছি। এখন সেই চাপে ভুগছি।” 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর