স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৫, ১০:৪৯ এএম
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলির রেকর্ডের কমতি নেই। চলতি আইপিএলে দারুণ ফর্মে আছেন তিনি। মাঠে নামলেই রান আর রেকর্ড, দুটোই যেন অনায়াসে করে যাচ্ছেন এই তারকা ব্যাটার। গতরাতে বেঙ্গালুরুতে চেন্নাইয়ের বিপক্ষে ৩৩ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। আর তার এই ইনিংসে একসঙ্গে গড়েছেন পাঁচটি রেকর্ড। একইসঙ্গে চলতি আইপিএলে সর্বোচ্চ ৫০৫ রান করে আবারও নিজের দখলে নিয়েছেন অরেঞ্জ ক্যাপ।
আরও পড়ুন-লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি
এক দলের হয়ে ৩০০ ছক্কা-আইপিএলে আরসিবির হয়ে ৩০০ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছেন কোহলি। একটি দলের হয়ে এত ছক্কা আর কেউ মারেননি। তার পেছনে রয়েছেন ক্রিস গেইল (২৬৩), রোহিত শর্মা (২৬২), পোলার্ড (২৫৮) ও ধোনি (২৫৭)।
আরও পড়ুন- কোন ৩ বোলারের বল খেলা বেশি কঠিন, জানালেন কোহলি
এক মাঠে সবচেয়ে বেশি ছক্কা- বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলির ছক্কার সংখ্যা এখন ১৫৪টি। এই মাঠেই ক্রিস গেইলের ছক্কা সংখ্যা ১৫১। টি-টোয়েন্টিতে একটি মাঠে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন কোহলির।
আরও পড়ুন- দলের ক্রিকেটারদের চাহিদা মেটাতে যা করেছিলেন প্রীতি জিনতা
চেন্নাইয়ের বিপক্ষে সবচেয়ে বেশি ফিফটি- চেন্নাইয়ের বিপক্ষে কোহলির ফিফটি এখন ১০টি। আইপিএলে কোনো ব্যাটারের এতো বেশি ফিফটি চেন্নাইয়ের বিপক্ষে নেই। এর আগে শিখর ধাওয়ান, ওয়ার্নার ও রোহিত শর্মার ফিফটি ছিল ৯টি করে।
আরও পড়ুন- ব্রাজিলের কোচ হবেন নাকি রিয়ালেই থাকবেন, আনচেলত্তি নিজে যা জানালেন
এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ রান- চেন্নাইয়ের বিপক্ষে কোহলির মোট রান এখন ১,১৪৬। আইপিএলের ইতিহাসে একটি দলের বিপক্ষে এত রান আর কেউ করতে পারেননি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়ার্নার, যিনি পাঞ্জাবের বিপক্ষে করেছেন ১,১৩৪ রান।
এক মৌসুমে ৫০০+ রান সবচেয়ে বেশি বার- এই নিয়ে ৮ বার এক আইপিএল মৌসুমে ৫০০ রানের বেশি করলেন কোহলি। ডেভিড ওয়ার্নার (৭ বার) ও লোকেশ রাহুল (৬ বার) রয়েছেন তার পরেই।