images

স্পোর্টস / ক্রিকেট

বিশ্বকাপে বাবার গড়া কীর্তির পুনরাবৃত্তি করলেন ডাচ বোলার

স্পোর্টস ডেস্ক

০৬ অক্টোবর ২০২৩, ০৭:৩৬ পিএম

গতকাল কিউইদের ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আজ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ডাচদের বোলিং তোপে পড়ে পাকিস্তান। তবে মিডেল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটারদের নৈপুণ্যে শেষ পর্যন্ত ২৮৬ রান স্কোর বোর্ডে তুলে অলআউট হয় বাবর আজমের দল। এদিন ডাচদের হয়ে পাকিস্তানকে গুটিয়ে দেয়ার বড় নায়ক ছিলেন অলরাউন্ডার বাস ডি লিড। 

নেদারল্যান্ডসের হয়ে ২০০৩ সালে বিশ্বকাপ খেলেছিলেন টিম ডি লিড। সেবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪ উইকেট শিকার করেছিলেন টিম। দীর্ঘ ২০ বছর ডাচদের হয়ে সেই কীর্তির হুবহু পুনরাবৃত্তি করলেন তার ছেলে বাস ডি লিড।  

নিজের প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে অনন্য এক রেকর্ড গড়ে নিজের বাবার গড়া রেকর্ডের পাশে নাম লিখিয়েছেন বাস। এবারের বিশ্বকাপ এই ডাচ অলরাউন্ডারের কাছে যে বিশেষ হতে যাচ্ছে তা তিনি আগেই জানিয়েছিলেন।

 

বিশ্বকাপের আগে ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি লিড বলেছিলেন, 'এটা খুবই বিশেষ, তবে আমি কখনোই আমার বাবা যা করেছেন সেটার পুনরাবৃত্তি করতে প্রস্তুত ছিলাম না। বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করাটা আমার কাছে অনেক কিছু। এটা দারুণ যে, আমার বাবাও একই কাজ করেছেন। তার সময়ের গল্প শুনতে পারাটা বেশ চমৎকার অভিজ্ঞতা। '

২০০৩ সালের বিশ্বকাপে বাস ডি লিডের বাবা টিম ভারতের বিপক্ষে ৯.৫ ওভার বল করে ৩৫ রানে চারটি উইকেট তুলে নিয়েছিলেন। সেবার ভারতের সেরা দুই ব্যাটার সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়কে আউট করেছিলেন তিনি। সেই সঙ্গে পেয়েছিলেন হরভজন সিং ও জহির খানের উইকেট। 

২০ বছর পর তার ছেলে বাস ডি লিড ৬২ রানে ৪ উইকেট নিয়ে তেমনই কীর্তি গড়েছেন। বাবার মতো এই তরুণ ক্রিকেটারও দুই ব্যাটার ও দুই বোলারের উইকেট তুলে নিয়েছেন। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, শাদাব খান ও হাসান আলীকে সাজঘরের পথ দেখান এই ডানহাতি পেসার। 

বিশ্বকাপের ইতিহাসে এমন কীর্তি এই প্রথম ,যা বাস ডি লিডকে রেকর্ডবুকে এককভাবে জায়গা করে দিয়েছে।