images

ইসলাম

অনুগত সন্তান লাভের দোয়া

ধর্ম ডেস্ক

২১ জানুয়ারি ২০২৪, ০৬:২৯ পিএম

অনুগত সন্তান লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করার বিকল্প নেই। একনিষ্ঠ মনে তাঁরই কাছে নেক, সুস্থ ও সুন্দর সন্তান কামনা করে দোয়া করুন। তিনিই আপনার ডাকে সাড়া দেবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব...।’ (সুরা মুমিন: ৬০)

সন্তান যেন আল্লাহ ও পিতা-মাতার অনুগত হয় সেজন্য দোয়া করতে হবে— رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء উচ্চারণ: ‘রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ।’ অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আপনার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী।’ (সুরা আলে ইমরান: ৩৮)

আরও পড়ুন
ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়া
মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া

এরকম আরেকটি দোয়া হলো— رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ উচ্চারণ: ‘রাব্বি হাবলি মিনাস সলেহিন’ অর্থ: ‘হে আমার প্রভু! আমাকে এক সৎপুত্র দান করুন।’ (সুরা সাফফাত: ১০০)

অনাগত সন্তান যেন আল্লাহভীরু হয় সেজন্য দোয়া করবেন— رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا উচ্চারণ: ‘রব্বানা-হাবলানা-মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যা-তিনা-কুররাতা আ’ইয়ুন, ওয়া জা’আলনা-লিল মুত্তাকিনা ইমামা।’ অর্থ: ‘হে আমাদের রব! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন যারা হবে আমাদের জন্য চোখজুড়ানো। আর আপনি আমাদেরকে করুন মুত্তাকীদের জন্য অনুসরণযোগ্য।’ (সুরা ফুরকান: ৭৪)

আরও পড়ুন
মৃত মা-বাবার জন্য কোরআনে বর্ণিত তিন দোয়া
সন্তানের জন্য পাঁচটি দোয়া করতে ভুলবেন না

এছাড়াও এ সংক্রান্ত আরেকটি সুন্দর দোয়া হলো— رَبِّ اجْـعَـلْـنِـىْ مُـقِـيْـمَ الصَّـلـوةِ وَمِـنْ ذُرِّيَّـتِـىْ ق رَبَّـنَـا وَتَـقَـبَّـلْ دُعَـاءِ উচ্চারণ: ‘রাব্বিজআলনি মুকীমাস সালা-তি ওয়া মিন যুররিয়্যাতী, রব্বানা ওয়া তাক্বাব্বাল দু’আ।’ অর্থ: ‘হে আমার প্রতিপালক! আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্য হতেও। প্রভু হে! আমার প্রার্থনা মঞ্জুর করুন।’ (সুরা ইবরাহিম: ৪০)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর নিঃসন্তান দম্পতির দোয়া কবুল করুন, মনের আশা পূরণ করুন। আমিন।