আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স। এই ঘটনার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একই রকম ভাগ্য পরিকল্পনা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে জেলেনস্কির সঙ্গে ভিন্নমত পোষণ করে ট্রাম্প দাবি করেছেন, এই ধরনের পদক্ষেপের প্রয়োজন নেই, যদিও তিনি পুতিনের ওপর ‘খুব হতাশ’।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাদুরোকে আটকের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রশংসা করে জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি স্বৈরশাসকদের এভাবে শায়েস্তা করতে জানে, তাহলে তারা ভালোই জানে এরপর তাদের কী করতে হবে।’
এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও চেচেন নেতা রমজান কাদিরভকে অপহরণে একটি অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, এই পদক্ষেপ রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে একটি শক্তিশালী বার্তা দেবে।
এদিকে শুক্রবার এক অনুষ্ঠানে জেলেনস্কির মন্তব্য এবং কখনও পুতিনকে ধরার জন্য কোনও অভিযানের নির্দেশ দেবেন কিনা জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি না এটির প্রয়োজন হবে। আমি মনে করি তার (পুতিন) সঙ্গে আমাদের একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে থাকবে। তবে আমি খুবই হতাশ।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি আটটি যুদ্ধের মীমাংসা করেছি। আমি ভেবেছিলাম এটি হবে পরিস্থিতির মাঝামাঝি সময়ে অথবা সম্ভবত সবচেয়ে সহজ যুদ্ধগুলির মধ্যে একটি, কিন্তু বিষয়টি সেভাবে এগোয়নি।’
বিপুল সংখ্যক সৈন্যদের মৃত্যুর কথা স্মরণ করে ট্রাম্প বলেন, ‘গত মাসে, তারা ৩১ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে অনেকেই ছিলেন রাশিয়ান সৈন্য। রাশিয়ার অর্থনীতি খারাপ অবস্থায় রয়েছে। আমার মনে হয় আমরা শেষ পর্যন্ত এটি সমাধান করতে যাচ্ছি। আমি আশা করি আমরা এটি আরও দ্রুত করতে পারতাম কারণ অনেক মানুষ মারা যাচ্ছে, বেশিরভাগই সৈন্য।’
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মধ্যরাতে রাজধানী কারাকাসে একটি বিশাল সামরিক অভিযান চালিয়ে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে মার্কিন সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স। হেলিকপ্টারে করে তাদের প্রাসাদ থেকে প্রথমে ক্যারিবিয়ান অঞ্চল অবস্থারত মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ইও জিমা’তে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে নিউইয়র্কে। সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন আদালতে তাদের হাজির করা হয়। বর্তমানে তিন কারাগারে রয়েছেন।
সূত্র: এনডিটিভি
এমএইচআর