বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

প্রশ্ন কংগ্রেস নেতার

মাদুরোর মতো মোদিকেও অপহরণ করবেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

মাদুরোর মতো মোদিকেও অপহরণ করবেন ট্রাম্প?

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর অভিযানের মতো ভারতেও কিছু ঘটতে পারে কি না— এমন প্রশ্ন রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা ও মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চবন। 

গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলায় রাজধানী কারাকাসে একটি বিশাল সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স।


বিজ্ঞাপন


এই বিষয়ে কংগ্রেসের ওই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে লিখেছেন, ‘ভেনেজুয়েলায় যা ঘটেছে, তেমন কিছু কি ভারতে ঘটবে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?’

এই মন্তব্যের পর কংগ্রেসের এই নেতার তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে ‘ব্রেন ডেড’, ‘অশিক্ষিত’, ‘মূর্খ’ ইত্যাদি বলে আখ্যায়িত করেছেন। ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে এমন বক্তব্য হাস্যকর বলেও মন্তব্য করেছেন তারা।

এমনকি জম্মু-কাশ্মির পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ বলেন, এটি ‌‌সমগ্র দেশের জন্যই অপমানজনক মন্তব্য। 

দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা চবন মূলত ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করছিলেন। 


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘৫০ শতাংশ শুল্ক থাকলে বাণিজ্য কার্যত সম্ভব নয়। বাস্তবে এটি ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য বন্ধ করারই শামিল, বিশেষ করে ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি। সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা যায় না বলে শুল্ককে বাণিজ্য বন্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এর ভার ভারতকেই বহন করতে হবে।’

চবন বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি থেকে যে লাভ আগে হতো, তা আর থাকবে না। আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে এবং সে প্রচেষ্টা এরই মধ্যে শুরু হয়েছে।

‘এরপর কী’ এমন প্রশ্ন রেখে তিনি বলেন— ‘ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন, ভারতের সঙ্গেও যদি তেমন কিছু করেন, তাহলে কী হবে?’

কংগ্রেস নেতার এই মন্তব্যে জবাবে জম্মু-কাশ্মির পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ বলেন, ‘ভেনিজুয়েলা এবং মাদুরোর সাথে ট্রাম্প যা করেছেন, নরেন্দ্র মোদীর সাথেও তাই হওয়া উচিত, এই ভাবনা পুরো দেশের জন্য অপমানজনক। অন্তত কথা বলার আগে একবার ভাবুন, পৃথ্বীরাজ চহ্বান। নাকি এটাই এখন কংগ্রেসের আসল আদর্শ প্রকাশ্যে আসছে?’

মূলত, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি মন্তব্য উদ্ধৃত করে মোদিকে আক্রমণ করার একদিন পরই চবন এই মন্তব্য করলেন।

খাড়গে বলেছিলেন, `আমি একটি অডিও শুনেছি যেখানে ট্রাম্প (রাশিয়ান তেলের বিষয়ে) বলেছেন— মোদি তাকে সম্মান করেন এবং তার কথা শোনেন। এর মানে কী? এর মানে মোদি তার নিয়ন্ত্রণে।'


সূত্র: এনডিটিভি


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর