ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও চেচেন নেতা রমজান কাদিরভকে অপহরণে একটি অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, এই পদক্ষেপ রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে একটি শক্তিশালী বার্তা দেবে।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের হাতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টির জন্য প্রয়োজনীয় সব উপকরণ রয়েছে। ওয়াশিংটন চাইলে কার্যকর পদক্ষেপ নিতে পারে এবং অতীতেও তারা তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণের প্রশংসা করে জেলেনস্কি আরও বলেন, ‘পুরো বিশ্ব আজ ফলাফল দেখছে। মার্কিন সেনাবাহিনী খুব দ্রুত কাজটি করেছে। বেশ, এখন তাদের উচিত কাদিরভের বিরুদ্ধে এমন একটি অভিযান পরিচালনা করা। পুতিনকে শিক্ষা দেওয়ার জন্য এমন অভিযান হওয়া উচিত। তাহলেই পুতিন ইউক্রেনের উপর তার চলমান আক্রমণ সম্পর্কে "দুবার ভাবতে" বাধ্য হবেন।’
এদিকে জেলেনস্কির এই মন্তব্যে পরপরই জবাব দিয়েছেন চেচনিয়া অঞ্চলে প্রেসিডেন্ট রমজান কাদিরভ। যুক্তরাষ্ট্রকে আহ্বানের পরিবর্তে ইউক্রেনী বাহিনীকেই তাকে অপহরণের জন্য এগিয়ে আসার চ্যালেঞ্জ আহ্বান জানান তিনি।
নিজের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে কাদিরভ বলেন, ‘ওই ভাঁড় (জেলেনস্কি) লোকটা যুক্তরাষ্ট্রের সরকারকে পরামর্শ দিচ্ছে যে তারা যেন আমাকে অপহরণ করে। মনে রাখবেন, সে নিজেও এটা করার হুমকি দেয়নি, যেমনটা একজন পুরুষ মানুষ করে। এই চিন্তাটাও সে মাথায় আনার চেষ্টা করেনি। সে আসলে বলতে চাইছে যে এমন ঘটনা যদি সত্যিই ঘটে, তাহলে সে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মজা দেখবে।’
ইউক্রেনীয় প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘মুখ রক্ষা করো এবং নিজেকে অপমান করো না। যদি তোমার মধ্যে একটুও পুরুষত্ব থাকতো, তাহলে তুমি বুঝতে পারতো তোমার কথা এবং অনুরোধ কতটা অপমানজনক।’
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ২০০৭ সাল থেকে রাশিয়ার মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচনিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালান করছেন রমজান আখমাডোভিচ কাদিরভ। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত এবং ইউক্রেনে যুদ্ধে হাজার হাজার চেচেন সৈন্য পাঠিয়েছেন।
সূত্র: আরটি, এএফপি
এমএইচআর

