images

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত, ২৪ ঘণ্টায় নিহত ১০৩

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই ২০২৫, ১১:০০ পিএম

একের পর এক দেশ গাজায় যুদ্ধবিরতি আহ্বান ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দিয়ে যাচ্ছে। তবে এসব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনীর। দখলদারদের হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ৬৬৩ দিন ধরে চলা এই আগ্রাসনে নিহতের সংখ্যা ৬০ হাজার ১০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

বুধবার (৩০ জুলাই) টেলিগ্রামে প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আগের হামলায় নিহত এক ফিলিস্তিনির মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩৯৯ জন আহত ফিলিস্তিনিকে গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মানবিক সাহায্য পেতে গিয়ে ৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ১৯৫ জনেরও বেশি আহত হয়েছে। এতে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ২৩৯ জনে দাঁড়িয়েছে এবং ৮ হাজার ১৫২ মানুষ আহত হয়েছেন। এছাড়াও এখনো নিখোঁজ রয়েছেন বহু ফিলিস্তিনি। 

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ২৭ মে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই তাদের খোলা চারটি ত্রাণ কেন্দ্রের কাছে প্রাণহানির ঘটনা ঘটেছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ১৩৮ জন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়াও আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৬ হাজার ২৬৯ জনে দাঁড়িয়েছে। 

এরমধ্যে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী পুনরায় আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ৮ হাজার ৯৭০ জন নিহত এবং ৩৪ হাজার ২২৮ জন আহত হয়েছে। 

সূত্র: আলজাজিরা

 এমএইচআর