শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনায় নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনায় নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করার পর বেজায় চটেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

এ ঘটনায় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের বিরুদ্ধে 'উগ্র হামাস আন্দোলনের ভয়াবহ সন্ত্রাসবাদকে' পুরস্কৃত করার অভিযোগ করেছেন।


বিজ্ঞাপন


নেতানিয়াহু বলেছেন, আজ ইসরায়েলের সীমান্তে একটি 'জিহাদি রাষ্ট্র' আগামীকাল ব্রিটেনকে হুমকি দেবে।

ইসরায়েলি এই উগ্রবাদী প্রধানমন্ত্রী সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের বিরুদ্ধে এসব কথা লিখেছেন।

এর আগে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল স্টারমারের বিবৃতি প্রত্যাখ্যান করেছে, এটিকে তিনি 'হামাসের জন্য পুরষ্কার' বলে অভিহিত করেছে। 


বিজ্ঞাপন


ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, লন্ডনের পরিকল্পনায় গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মীদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা ক্ষতিকর।

মঙ্গলবার, স্টারমারের অফিস এক বিবৃতিতে জানিয়েছে যে, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ (জিএ) অধিবেশনের আগে যুক্তরাজ্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যদি ইসরায়েল গাজায় মানবিক সহায়তা বন্ধ করে এবং ছিটমহলে সামরিক অভিযান চালিয়ে যায়।

২৪ জুলাই, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছে, প্যারিস সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

এদিকে, দক্ষিণ ইউরোপের দেশ মাল্টাও চলতি বছরের সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে দেশটি এই ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠায় মাল্টা প্রতিশ্রুতিবদ্ধ। আর সেই অঙ্গীকার থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

-এমএমএস

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর