দক্ষিণ ইউরোপের দেশ মাল্টা চলতি বছরের সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে দেশটি এই ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠায় মাল্টা প্রতিশ্রুতিবদ্ধ। আর সেই অঙ্গীকার থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এ সিদ্ধান্তের পেছনে মাল্টার রাজনৈতিক চাপও ভূমিকা রেখেছে। সরকারি দলের মধ্যেই এ নিয়ে আলোচনা চলছিল। সেই সঙ্গে জুলাইয়ের মাঝামাঝি সময়ে বিরোধী দল থেকেও ফিলিস্তিনকে দ্রুত স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।
এর আগেও, প্রধানমন্ত্রী আবেলা গত মে মাসে জাতিসংঘের একটি সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলেন। তবে পরবর্তীতে সেই সম্মেলন স্থগিত হয়ে যায়।
মাল্টার এই সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন যুক্তরাজ্যও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার বলেন, ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধ না করে, পশ্চিম তীরে দখল বন্ধের নিশ্চয়তা না দেয় এবং দ্বিরাষ্ট্র সমাধানে অগ্রগতি না আনে—তাহলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
বিজ্ঞাপন
এর আগে, চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সূত্র: রয়টার্স
এইউ

