শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির আহ্বান ১৫ দেশের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির আহ্বান ১৫ দেশের

ফ্রান্সের নেতৃত্বে ফিনল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়াসহ ১৫টি দেশ একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে, যেখানে গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ফিলিস্তিনি স্বীকৃতি দিয়ে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য নতুন করে আন্তর্জাতিক চাপের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার রাতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা-  ফ্রান্স, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড,আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া এবং স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা, দ্বি-রাষ্ট্র সমাধানের দৃষ্টিভঙ্গির প্রতি আমাদের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’


বিজ্ঞাপন


বিবৃতিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুটি গণতান্ত্রিক রাষ্ট্র- ইসরায়েল এবং ফিলিস্তিন গঠনের ওপর জোর দিয়েছে স্বাক্ষরকারী দেশগুলো। তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরকে একীভূত করার গুরুত্বের ওপরেও জোর দেন।

এতে বলা হয়েছে, ‘আমরা... ইতিমধ্যেই দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে একটি অপরিহার্য পদক্ষেপ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের দেশগুলোর ইচ্ছা বা ইতিবাচক বিবেচনাকে স্বীকৃতি দিয়েছি, প্রকাশ করেছি। আমরা সেই সমস্ত দেশকে এই আহ্বানে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি যারা তা করেনি।’

এরআগে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। 


বিজ্ঞাপন


স্টারমার বলেন, ‘যদি ইসরায়েলি সরকার গাজার ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে বাস্তব পদক্ষেপ না নেয়, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিমতীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বি-রাষ্ট্রীয় গঠনের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ না হলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশন আগেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।’

এরআগে বৃহস্পতিবার (২৪ জুলাই) জাতিসংঘের সাধারণ পরিষদে সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ফ্রান্স স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে ফ্রান্সের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

উল্লেখ্য, জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে কমপক্ষে ১৪২টি দেশ বর্তমানে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় অথবা স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বেশ কয়েকটি শক্তিশালী পশ্চিমা দেশ তা করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন মে মাসে ইঙ্গিত দেয় যে তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এবার ম্যাক্রোঁ ও স্টার্মারের এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং জি-৭ সদস্য ও ইউরোপের প্রভাবশালী দেশ হিসেবে এই পদক্ষেপ নেবে ফ্রান্স ও যুক্তরাজ্য।

সূত্র: আনাদোলু

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর