images

বিনোদন

পোশাক পরলেই অ্যালার্জি হয়, তাই নগ্ন থাকি: উরফি

বিনোদন ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৩, ১০:০৩ এএম

নিয়মিত অর্ধনগ্ন ছবি প্রকাশ করে নিয়মিত খবরের শিরোনাম হন উরফি জাভেদ। এ নিয়ে কম সমালোচনার শিকার হন না তিনি। যদিও সেসবে তিনি তোয়াক্কা করেন না। বরং সেসব সমালোচনায় অনুপ্রাণিত হয়ে আরও বেশি খোলামেলা ছবি প্রকাশ করেন।

বিনা কারণে উরফি কেন এমন অশ্লীল পোশাক পরেন, সেটা নিয়ে নেটিজেনদের কৌতূহল আছে। একজন স্বাভাবিক মেয়ের এমন অস্বাভাবিক-কাণ্ডে বিরক্তও বটে তারা।

Urfi

তবে এবার খোলামেলা পোশাক পরিধানের হাস্যকর কারণ জানালেন উরফি। ইনস্টাগ্রামে তিনি নিজের অনাবৃত পায়ের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘এবারের শীতে আমি পা ঢাকা উলের জামা-কাপড় পরেছিলাম, তারপরেই অ্যালার্জি শুরু হয়ে যায়। এই কারণেই আমি বেশি পোশাক পরতে চাই না। পোশাক আমার জন্য না। পোশাক পরলেই আমার শরীরে অ্যালার্জি হয়।’

উরফির এমন খোঁড়া যুক্তিতে হাসছেন নেটিজেনরা। বরাবরের মতো হচ্ছেন ট্রোলের শিকার। তারা ধরেই নিয়েছেন, মেয়েটার মাথা বুছি গেছে!

অশ্লীল পোশাক পরায় কিছুদিন আগে উরফির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ। তিনি টুইট করে বলেন, ‘মুম্বাইয়ের মাননীয় পুলিশ কমিশনার এবং যুগ্ম কমিশনার আইন শৃঙ্খলার সঙ্গে দেখা করলাম। উরফির বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। যিনি মুম্বাইয়ের রাস্তায় তার দেহের অশ্লীল প্রদর্শন করেন।’

Urfi

পাল্টা টুইট করেন উরফিও সামাজিক মাধ্যমে লেখেন, ‘নতুন বছর শুরু হলো আরও এক রাজনীতিবিদের অভিযোগ দিয়ে। আমি জানতে চাই রাজনীতিবিদদের কি আর কোনও কাজ নেই? আইনজীবীরা কি বোকা? আমাদের সংবিধানে এমন কোনো আইন নেই যে এর কারণে আমাকে জেলে পাঠাতে পারবে। যতক্ষণ না আমি আমার স্তন ও যোনী দেখা যাচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর
দুবাইতে পুলিশি ঝামেলার সঙ্গে পোশাকের কোনো সম্পর্ক নেই: উরফি
অনাবৃত বুকে ক্যামেরার সামনে উরফি!
প্রতারণা করলে প্রেমিকের গোপনাঙ্গ কেটে ফেলবেন উরফি!

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ওটিটি’র প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি।

/আরএসও