বিনোদন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২২, ০১:৫০ পিএম
ঢালিউড সুপাস্টার শাকিব খানের অনুরাগীরা এই মুহূর্তে অনেকটা হতাশ ও দ্বিধাগ্রস্ত। কেননা বেশ কয়েকটি ছবির ঘোষণা দিয়েও কাজ শুরু করতে পারেননি শাকিব। জানুয়ারিতে ‘প্রেমিক’ শুরুর কথা থাকলেও পরিচালক পিছিয়ে দিয়েছেন। অন্যদিকে ‘কবি’ সিনেমাটি হচ্ছে না আগেই জানিয়েছেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। অথচ এই দুটি সিনেমা নিয়েই তাদের ভরসা বেশি ছিল। ছবি দুটি হাতছাড়া হওয়ায় আশাহত তারা।
এদিকে এই নিরাশার মাঝে তারা যেন গতকাল বৃহস্পতিবার রাতে কিছুটা নড়েচড়ে উঠলেন ‘কবি’র পরিচালক কল্লোলের কথায়। সামাজিক মাধ্যমে কল্লোল লিখেছেন, “মানুষের অবারিত ভালোবাসায় আমি মুগ্ধ-আপ্লুত। সবার প্রশ্ন, দেশের শ্রেষ্ঠ নায়ক শাকিব খানের সঙ্গে ‘কবি’ চলচ্চিত্রের আপডেট কি? উত্তর জানাবো নতুন বছরের প্রথম দিন।”
এ খবর শুনে ফের আশায় বুক বেঁধেছেন কিং খানের অনুরাগীরা। কল্লোলের পোস্টের মন্তব্যের ঘরে প্রকাশ পেয়েছে তা। একজন লিখেছেন, ‘শুধু আপডেট না, নতুন বছরের প্রথম সপ্তাহেই শুটিংয়ে নামা চাই।’ আরেকজন লিখেছেন, “আপনার ‘সত্ত্বা’ সিনেমা দেখে মুগ্ধ হয়েছিলাম। আশা করি ‘কবি’ সিনেমা দিয়ে ভিন্ন কিছুর স্বাদ পাব।” তবে এসব মন্তব্যের উত্তরে কল্লোল কিছু বলেননি।
শাকিব মার্কিন মুলুকে থাকতেই ‘কবি’র পোস্টার প্রকাশ করেছিলেন কল্লোল। সেসময় জানিয়েছিলেন, কিং খান দেশে ফিরলে সিনেমাটি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। সিনেমাটি যে হচ্ছে তার নিশ্চয়তাও দিয়েছিলেন। কিন্তু শাকিব দেশে ফেরার পরও ছবিটির কাজের কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ ও হতাশ হন কল্লোল।
সেসময় তিনি ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লিখেছিলেন, “একজন নির্মাতার জন্য সবচেয়ে কষ্টের বিষয় কী জানেন? দর্শকের তুমুল আগ্রহ এবং প্রত্যাশা সত্ত্বেও একটি চলচ্চিত্রের কাজ শুরু করতে না পারা। ‘কবি’ নিয়ে সবার মধ্যে যে আগ্রহ, আমি আপ্লুত-সম্মানিত। এই চলচ্চিত্রের জন্য চারটি গানের কাজও শেষ হয়েছে। প্রি-প্রোডাকশনও শেষ। প্রযোজনা প্রতিষ্ঠানের কী ভূমিকা? কেন শুটিং ফ্লোরে যেতে পারছি না? সব জানাব, কয়েকটা দিন সময় চেয়ে নিলাম।”
এর কয়েকদিন পর কল্লোল নিজের একটি পোস্টে এক শাকিব ভক্তের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন ‘কবি’ হচ্ছে না। এবার নতুন বছরের প্রথম দিন তিনি কবি’র আপডেট দেবেন শুনে ফের প্রহর গুনতে শুরু করেছেন শাকিবিয়ানরা। তাদের অপেক্ষা এখন নতুন বছরের প্রথম দিনের।
আরআর