ঢালিউড সুপারস্টার শাকিব খান বিভিন্ন ঘরানার সিনেমায় একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন। পরিচালক হাসিবুর রেজা কল্লোলও নির্মাতা হিসেবে ঢালিউডে আলাদা সুনামের অধিকারী। এই দুজনের সম্মিলিত অংশগ্রহণ যে খুব মনে রাখার মতো ‘সত্ত্বা’ ছবিই তার প্রমাণ।
শোনা গিয়েছিল ‘কবি’ নামের একটি সিনেমার মাধ্যমে ফের হাজির হচ্ছেন শাকিব-কল্লোল। কল্লোল সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়েছিলেন সে কথা। শাকিব যখন যুক্তরাষ্ট্রে তখন প্রকাশ করেছিলেন ‘কবি’র একটি পোস্টার। সেসময় নির্মাতা জানিয়েছিলেন, শাকিব দেশে ফিরলে সিনেমাটি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। সিনেমাটি যে হচ্ছে তার নিশ্চয়তাও দিয়েছিলেন।
বিজ্ঞাপন
এদিকে কিং খান মার্কিন মুলুক থেকে ফিরেছেন দুই মাসের বেশি হয়ে গেল। কিন্তু ‘কবি’ নিয়ে আর সরব হননি কল্লোল। শাকিব কবে নাগাদ ‘কবি’ হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন— জানতে কল্লোলের সঙ্গে যোগাযোগ করে ঢাকা মেইল। কল্লোল বলেন, ‘শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস যেহেতু সিনেমাটির প্রযোজক তাই তিনিই কথা বলবেন এ বিষয়ে। আমার কাজ নির্মাণ, আমি নির্মাণ করব। সিনেমার এসব তথ্য জানায় প্রযোজনা প্রতিষ্ঠান। এ বিষয়ে কি নির্মাতা কথা বলে?’
এদেশে নির্মাতারাও চলচ্চিত্রের শুটিং বিষয়ক তথ্য দেন। আপনি নিজেও এর আগে এ বিষয়ে কথা বলেছিলেন। এবার ঝেড়ে কাশেন কল্লোল। তিনি বলেন, ‘এখন একটা টানপোড়ন চলছে। শাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু সমস্যা চলছে। ঠিক এসময়ে সিনেমাটি নিয়ে তার সঙ্গে কথা বলা শোভনীয় না।’
শোনা গিয়েছিল, সিনেমাটিতে শাকিবের বিপরীতে পর্দায় আলো ছড়াবেন বিদেশি কোনো নায়িকা। এ সম্পর্কে কল্লোল এর আগে বলেছিলেন, ‘এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। তবে বাংলাদেশি অভিনেত্রী থাকার সম্ভবনা রয়েছে।’
জানা গেছে, ‘কবি’ সিনেমার জন্য শাকিবকে যেভাবে পর্দায় উপস্থাপন করা হবে তিনি এখন সেভাবে নেই। চরিত্রের উপযোগী হয়ে উঠতে কিছুটা সময় নিতে হবে তাকে। কিন্তু এই মুহূর্তে তার হাতে একগুচ্ছ সিনেমার কাজ। ওই সময়টা তার হাতে নেই। তাই ‘কবি’র ক্যামেরা, লাইট জ্বলে উঠতে পারে আগামী বছর কিংবা তারও পর।
বিজ্ঞাপন
আরআর

