ঢালিউড সুপারস্টার শাকিব খান বিভিন্ন ঘরানার সিনেমায় একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন। পরিচালক হাসিবুর রেজা কল্লোলও নির্মাতা হিসেবে দেশের চলচ্চিত্রাঙ্গনে আলাদা সুনামের অধিকারী। এই দুজনের সম্মিলিত অংশগ্রহণ যে খুব মনে রাখার মতো ‘সত্তা’ ছবিই তার প্রমাণ।
শোনা গিয়েছিল, ‘কবি’ নামের একটি সিনেমার মাধ্যমে ফের হাজির হচ্ছেন শাকিব-কল্লোল। কল্লোল সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়েছিলেন সে কথা। এবার জানা গেল, সিনেমাটি আর হচ্ছে না। সম্প্রতি নির্মাতা এক ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে এ সিদ্ধান্ত জানিয়েছেন।
বিজ্ঞাপন
এক ফেসবুক পোস্টে এক নেটাগরিক কল্লোলকে মেনশন করে প্রশ্ন করেন, ‘আপনার কবি মুভি কি আর হবে না?’ ওই প্রশ্নের উত্তরে কল্লোল লেখেন, ‘না।’
এদিকে কবি সিনেমাটি কল্লোল নির্মাণ করছেন না শুনে কেউ কেউ দুঃখ প্রকাশ করেছেন। না বানানোর কারণও জানতে চেয়েছেন কেউ কেউ। তবে কল্লোলকে এর কারণ জানিয়ে মন্তব্য করতে দেখা যায়নি।
এ প্রসঙ্গে কল্লোলের সঙ্গে মুঠোফোনে যোগযোগ করে ‘কবি’র কথা তুলতেই তিনি ব্যস্ততার অজুহাত দেখান। ‘কবি’ কি তবে নির্মাণ করছেন না— জানতে চাইলে কোনো মন্তব্য না করে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ধারণা করা হচ্ছে শাকিবের অসহযোগিতার কারণেই সিনেমাটি নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছেন কল্লোল। এমন আভাস কয়েকদিন আগে তার ফেসবুক পোষ্ট থেকে পাওয়া যায়। তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, “একজন নির্মাতার জন্য সবচেয়ে কষ্টের বিষয় কী জানেন? দর্শকের তুমুল আগ্রহ এবং প্রত্যাশা সত্ত্বেও একটি চলচ্চিত্রের কাজ শুরু করতে না পারা। ‘কবি’ নিয়ে সবার মধ্যে যে আগ্রহ, আমি আপ্লুত-সম্মানিত। এই চলচ্চিত্রের জন্য চারটি গানের কাজও শেষ হয়েছে। প্রি-প্রোডাকশনও শেষ। প্রযোজনা প্রতিষ্ঠানের কী ভূমিকা? কেন শুটিং ফ্লোরে যেতে পারছি না? সব জানাব, কয়েকটা দিন সময় চেয়ে নিলাম।”
বিজ্ঞাপন
শাকিব যখন যুক্তরাষ্ট্রে কল্লোল তখন প্রকাশ করেছিলেন ‘কবি’র একটি পোস্টার। সেসময় তিনি জানিয়েছিলেন, সিনেমাটি প্রযোজনার দায়িত্বে থাকবে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। তিনি দেশে ফিরলে এ নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। সিনেমাটি যে হচ্ছে তার নিশ্চয়তাও দিয়েছিলেন। ‘সত্তা’র নির্মাতার নির্দেশনায় কিং খান ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শুনে তার অনুরাগীরাও বেশ আশাবাদী হয়েছিলেন। তবে কল্লোলের ‘না’ সূচক মন্তব্য দেখে বোঝা যাচ্ছে ‘কবি’ হচ্ছে না।
আরআর

