বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ০৩:১৮ পিএম
ঘনিষ্ঠজন সুকেশ চন্দ্রশেখরের কারণে বেশ ভুগতে হয়েছে বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজকে। সুকেশের বিরুদ্ধে করা অর্থ আত্মসাতের মামলার অভিযোগ পত্রে নাম উঠেছিল এই অভিনেত্রীর। দীর্ঘদিন আইনি জটিলতা পোহানোর পর সম্প্রতি জামিন পেয়েছেন তিনি।
জামিনের পর এ মামলায় বিচারপতির সামনে জবানবন্দি দিলেন জ্যাকুলিন। অভিযোগ, প্রচুর ধনদৌলত থাকায় সুকেশ অভিনেত্রীদের প্রভাবিত করার চেষ্টা করতেন।
এর আগে এ মামলায় তদন্তকারীদের এ অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি যা বলার বিচারপতির সামনে বলবেন, অন্য কারও সামনে নয়। সেই সূত্রে শনিবার (২৬ নভেম্বর) পটিয়ালা হাউস জেলা আদালতে নিজের জবানবন্দি দেন অভিনেত্রী। সেখানে তিনি জানান, ২০০ কোটির এই মামলায় কোনো ধরনের প্রভাব খাটানো হয়নি তার ওপর।
সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে অনেকদিন ধরে ভারতীয় পুলিশের নজরদারিতে ছিলেন জ্যাকুলিন। বেশ কয়েকবার প্রশাসনের জেরার মুখে পড়তে হয় তাকে। এ তারকার বিদেশ যাত্রার ওপরও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা।
চলতি বছরের আগস্টে জ্যাকুলিনের নামে অভিযোগ দাখিল করে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেসময় তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই তারকা। ইডির তদন্ত পদ্ধতিকে ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে দিল্লীর একটি আদালতে জামিনের আবেদন করেছিলেন তিনি। সেই আবেদনের প্রেক্ষিতেই সেসময় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল।
তবে যত যাই হোক, জ্যাকুলিনের সঙ্গে সুকেশের নাম জড়িয়ে গেছে ভালোভাবেই। তাদের দহরম মহরমের গল্প এখন টক অব দ্য কান্ট্রি । ধনকুবের বন্ধুটির থেকে মাঝে মাঝেই তিনি মহামূল্যবান উপহার পেতেন। এছাড়া ভ্রমণের জন্য সুকেশের ব্যক্তিগত বিমানও ব্যবহার করতেন তিনি। এসব এখনও বি-টাউনের চর্চিত বিষয়।
আরআর