মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অর্থ আত্মসাতের মামলায় জামিন পেলেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

অর্থ আত্মসাতের মামলায় জামিন পেলেন জ্যাকুলিন

ঘনিষ্ঠজন সুকেশ চন্দ্রশেখরের কারণে বেশ ভুগতে হয়েছে বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজকে। তার বিরুদ্ধে করা অর্থ আত্মসাতের মামলার অভিযোগ পত্রে নাম উঠেছিল এই অভিনেত্রীর। একারণে বেশ আইনি জটিলতা পোহাতে হয় তাকে। এবার যেন হাফ ছেড়ে বাঁচলেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) এ মামলায় জামিন পেয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দিল্লির পাটিয়ালা আদালতের বিচারক শৈলেন্দ্র মালিক আজ মঙ্গলবার জ্যাকুলিনের জামিন দিয়েছেন। ১৫ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন তিনি।


বিজ্ঞাপন


এর আগে ১০ নভেম্বর জ্যাকলিনের জামিন আবেদনের বিরোধিতা করার আদালতের প্রশ্নের মুখে পড়ে মামলার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সেদিন জামিন আবেদনের শুনানির সময় আদালত ইডিকে প্রশ্ন করেন, ‘লুক আউট নোটিশ জারি করেও আপনারা জ্যাকলিনকে এখনও গ্রেপ্তার করেননি কেন? অন্য অভিযুক্তরা কারাগারে রয়েছেন। এমন পক্ষপাতিত্ব কেন?’

সেসময় জ্যাকুলিনের জামিনের বিরুদ্ধে ইডিপ্রধান যুক্তি দিয়েছিলেন, তিনি দেশ ত্যাগের চেষ্টা করছিলেন। এছাড়া তদন্তেও সহযোগিতা করেননি। পাশাপাশি তার বিরুদ্ধেও রয়েছে গুরুতর অভিযোগ।

এদিকে জ্যাকুলিনের আইনজীবী সিদ্ধার্থ আগরওয়াল এবং প্রশান্ত পাতিল আদালতে জামিনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র  জমা দিয়েছেন। সেখানে বলা হয়েছে, জ্যাকুলিনকে পাঁচবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি এবং তিনি তদন্তে সহযোগিতা করছেন। এসময় এই অভিনেত্রী পক্ষে তাদের দেওয়া আরও একটি যুক্তি ছিল, সুকেশের থেকে তিনি যে উপহারগুলো পেয়েছেন সেগুলো অপরাধবহির্ভূত আয় ছিল কি না, সে বিষয়েও তিনি অবগত ছিলেন না।


বিজ্ঞাপন


সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে অনেকদিন ধরে ভারতীয় পুলিশের নজরদারিতে ছিলেন জ্যাকুলিন। বেশ কয়েকবার প্রশাসনের জেরার মুখে পড়তে হয় তাকে। এ তারকার বিদেশ যাত্রার ওপরও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা।

চলতি বছরের আগস্টে জ্যাকুলিনের নামে অভিযোগ দাখিল করে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেসময় তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই তারকা। ইডির তদন্ত পদ্ধতিকে ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে দিল্লীর একটি আদালতে জামিনের আবেদন করেছিলেন তিনি। সেই আবেদনের প্রেক্ষিতেই সেসময় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল।  

তবে যত যাই হোক, জ্যাকুলিনের সঙ্গে সুকেশের নাম জড়িয়ে গেছে ভালোভাবেই। তাদের দহরম মহরমের গল্প এখন টক অব দ্য কান্ট্রি । ধনকুবের বন্ধুটির থেকে মাঝে মাঝেই তিনি মহামূল্যবান উপহার পেতেন। এছাড়া ভ্রমণের জন্য সুকেশের ব্যক্তিগত বিমানও ব্যবহার করতেন তিনি। এসব এখনও বি-টাউনের চর্চিত বিষয়।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর