images

বিনোদন

টলিউডে প্রস্তাব পেয়ে ব্যাটে-বলে হচ্ছে না: চঞ্চল

বিনোদন ডেস্ক

২৬ অক্টোবর ২০২২, ০৩:১০ পিএম

দেশের গণ্ডি পেরিয়ে চঞ্চল চৌধুরীর জনপ্রিয়তা পৌঁছে গেছে ভারতে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের প্রিয় অভিনেতা তিনি। আর এ কারণে স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে, টলিউডের কোনো সিনেমা বা ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন কি না তিনি। সেখানকার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন এ অভিনেতা।

টলিউড থেকে কী ডাক পেলেন— প্রশ্নের উত্তরে চঞ্চল বলেন, ‘দেখুন ডাক পাওয়া আর কাজটা হয়ে যাওয়ার মধ্যে পার্থক্য বর্তমান। ডাক তো কতোই পাই। কাজের প্রস্তাবও আসে সপ্তাহে-সপ্তাহে। তবে আমি বেশি স্বাচ্ছন্দবোধ করি আমার দেশেই কাজ করতে। একটা কাজ হতে গেলে তো অনেককিছু দেখতে হয়। প্রযোজনা সংস্থার যেমন কিছু চাহিদা থাকে, আমারও কিছু পছন্দ-অপছন্দ থাকে। সব মিলিয়ে ওই, ডাক থাকলেও ব্যাটে-বলে ঠিক হয়ে উঠছে না। এখন ওটিটিতে কাজ করলে তো সকলেই দেখতে পায়, সেটা আলাদা। তবে নির্দিষ্ট করে কলকাতা থেকে এখনও কোসো কাজের কথা তেমনভাবে এগোয়নি।’

বলিউড থেকে কাজের প্রস্তাব এসেছিল চঞ্চলের কাছে। তবে সেটা নিয়ে কোনো অগ্রগতি নেই বলে জানালেন তিনি। অভিনেতা বলেন, ‘কথা হয়েছিল। তবে তারপর আর কিছু এগোয়নি। আসলে আমারও এখানে কাজ থাকে, তারিখের বিষয়টা তো রয়েছেই। দূরত্বের কারণে কিছুটা সংযোগ রাখা বা যেভাবে আমি আমার দেশে সহজেই যোগাযোগটা করতে পারি, সেটা তো অন্য দেশে সম্ভব হয় না। তাই কথা বললেও, সেই কাজটা হয়ে উঠতে সময় লাগে। ফলে বলিউডে কথা হয়েছিল, কাজটার এখনও কোনো খবর নেই। তবে হ্যাঁ, ভাণো কাজ পেলে অবশ্যই করব। ভালো চরিত্র সব অভিনেতারই একটা খিদের জায়গা, আমার ক্ষেত্রেও তাই। ফলে আপাতত, টলিউড বা বলিউড অর্থাৎ ভারতের সঙ্গে কোনো কাজেরই সেভাবে কোনো খবর নেই যে এটা করছি, এটা হচ্ছে।’

সম্প্রতি চঞ্চল চৌধুরী অভিনীত ‘কারাগার’ ওয়েব সিরিজটি দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে। এখন চলছে এর দ্বিতীয় কিস্তির কাজ। শিগগিরই সেটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে।

/আরএসও