সব্যসাচী অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ। ১৯৭৪ সালের ১ জুন পাবনায় জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এ দিনটিতে বিশেষ কোনো আয়োজন নেই। ঘরোয়াভাবে পালন করছেন জন্মদিন।
জন্মদিনে অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন চঞ্চল চৌধুরী। পাশাপাশি তার সহকর্মীরাও শুভেচ্ছা জানাতে ভুল করছেন না। এ ক্ষেত্রে আরিফিন শুভ এক কাঠি সরেস। তিনি তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে ‘মহাগুরু’ বলে সম্বোধন করলেন। প্রকাশ করেছেন দুজনের একটি ছবি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন মহাগুরু। আপনার কাছ থেকে অনেককিছু শেখার আছে। ভালোবাসা রইলো।’
বিজ্ঞাপন
জন্মদিন প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘জন্মদিন আমি নিজে থেকে কখনও পালন করি না। তবে বন্ধু স্বজনদের অনেকেই আমাকে সারপ্রাইজ দেন। সেগুলো উপভোগ্য হয়। এবার কে কী করবে তা আমাকে কেউই জানায়নি। আমি মনে করি জন্মদিন মানে জীবন থেকে আরেকটি বছরের বিদায় ঘটল।’
পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন চঞ্চল। ছোটবেলা থেকেই গানবাজনা, আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল তার। পরে আগ্রহ সৃষ্টি হয় মঞ্চনাটকের প্রতি। মামুনুর রশীদের আরণ্যক নাট্যদলে কাজ করার মধ্যদিয়েই অভিনয়জীবন শুরু করেন।
চঞ্চল দর্শকের কাছে পরিচিতি পান মোস্তফা সরয়ার ফারুকীর ‘তাল পাতার সেপাই’ নাটক দিয়ে। এরপর থেকেই মঞ্চের পাশাপাশি বিরামহীন কাজ করে যাচ্ছেন টিভি নাটকে। খ্যাতির পাশাপাশি বিভিন্ন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রে কাজ করে।
আরএসও

