বিনোদন ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’ মুক্তির আগের দিন বড়সড় ধাক্কা। ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তির কথা থাকলেও আদালতের স্থগিতাদেশের ফলে অনির্দিষ্টকালের জন্য তা পিছিয়ে গেছে। ছবি মুক্তির স্থগিতাদেশ ঘিরে ভারতের শোবিজ এবং রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকের ধারণ, বিজেপি সরকারের নিয়ন্ত্রণাধীন সেন্সর বোর্ডের কড়াকড়িতেই আটকে গেছে বিজয়ের শেষ সিনেমা।
ছবির প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশন লিমিটেড সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু পরিস্থিতির কারণে তারা ছবিটির মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হচ্ছে। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, ছবি মুক্তির মূল বাধা হয়ে দাঁড়িয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সেন্সর বোর্ড।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবির সুপারিশ কমিটি কিছু দৃশ্য বাদ দেওয়া এবং কিছু শব্দ বন্ধ করার শর্তে ছবিটিকে ছাড়পত্র দেওয়ার কথা বলেছিল। প্রযোজকরা সেই সমস্ত শর্ত মেনে নিলেও শেষ মুহূর্তে সেন্সর বোর্ড রহস্যজনকভাবে সার্টিফিকেট দিতে অস্বীকৃতি জানান।
বিজয়ের ছবির ছাড়াপত্র নিয়ে সেন্সর বোর্ডের দীর্ঘসূত্রতার বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ‘জন নায়গন’র প্রযোজকরা। মামলার শুনানিতে বিচারপতি পিটি আশা সেন্সর বোর্ডের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। আদালত জানতে চেয়েছেন, একবার সুপারিশ কমিটি ছবি দেখার পর শুধুমাত্র একটি অভিযোগের ভিত্তিতে কেন পুনরায় পুরো প্রক্রিয়া শুরু করা হলো?
এদিকে, সেন্সর বোর্ডের পক্ষে সিনিয়র আইনজীবী এআরএল সুন্দরেসন যুক্তি দিয়ে বলেন, নিয়ম অনুযায়ী চেয়ারম্যানের ক্ষমতা আছে যেকোনো ছবিকে পুনরায় পর্যালোচনার নির্দেশ দেওয়ার। আদালত বর্তমানে এই মামলার রায় স্থগিত রেখেছে।

ছবি মুক্তি আটকে যাওয়ায় বিজয়ের ভক্তদের অভিযোগ, বিজয়ের রাজনৈতিক উত্থানে ভয় পেয়েই বিজেপির নির্দেশে সেন্সর বোর্ড ‘জন নায়গন’ ছবির মুক্তিতে বাধা দিচ্ছে।
তামিল ভার্শন সেন্সর না হওয়ায় হিন্দি, তেলেগু, মালয়ালম এবং কন্নড়— সব ভাষাই মুক্তিও থমকে গেছে। বিশ্বজুড়ে অগ্রিম টিকিট বুকিং বন্ধ রাখা হয়েছে। এইচ বিনোদ পরিচালিত এ ছবিতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে এবং মমতা বাইজু।
ইএইচ/