শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

থালাপতি বিজয়ের বাসভবন বোমায় ওড়ানোর হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ এএম

শেয়ার করুন:

থালাপতি বিজয়ের বাসভবন বোমায় ওড়ানোর হুমকি!
থালাপতি বিজয়ের বাসভবন বোমায় ওড়ানোর হুমকি!

ভারতের তামিলনাড়ুর করুরে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর প্রচারসভায় পদপিষ্টের ঘটনার পরই জনরোষের আশঙ্কায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে তার বাসভবনের। 

এর মধ্যেই সোমবার অভিনেতার ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমাতঙ্ক ছড়াল। চেন্নাই পুলিশ জানায়, সোমবার সকালে তাদের কাছে খবর আসে বিজয়ের নীলাঙ্কারাইয়ের ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমা রাখা আছে। 


বিজ্ঞাপন


বোমায় বাড়িটি উড়িয়ে দেওয়া হুমকিও দেওয়া হয়। সেই বার্তা পেতেই পুলিশ সতর্ক হয়ে যায়। বিজয়ের বাসভবনের নিরাপত্তা আরও বাড়ানো হয়। বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াগ অভিনেতার চেন্নাইয়ের বাসভবনে পৌঁছে তল্লাশি শুরু করেছে।

প্রসঙ্গত, শনিবার রাতে পদপিষ্টের ঘটনার পর করুর ছেড়ে বেরিয়ে গেছেন বিজয়। তিনি চেন্নাইয়ে চলে যান। টিভিকে প্রধানের বাসভবন নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। তার মধ্যেই বোমার হুমকি আসায় হুলস্থুল পড়ে যায়।

তবে টিভিকে-র একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, করুরের ঘটনায় অত্যন্ত ব্যথিত দলীয় প্রধান বিজয়। এবং এতটাই শোকাহত যে, ঘটনার পর থেকে কিছু মুখে তোলেননি তিনি। 

ওই সূত্র আরও জানিয়েছে, নিরপেক্ষ তদন্ত চায় টিভিকে। সিবিআই তদন্ত অথবা আদালতের নজরদারিতে সেই তদন্তের আবেদন জানানো হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছেন বিজয়। 


বিজ্ঞাপন


করুর প্রশাসনের তরফে কোনও টিভিকে নেতাকে ঘটনাস্থল পরিদর্শনে না আসার পরামর্শ দিয়েছে। কারণ, তাতে পরিস্থিতি আরও বিগড়াতে পারে বলে আশঙ্কা তাদের।

টিভিকে জানিয়েছে, করুরের সরকারি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বিজয় এবং টিভিকে-র নেতারা। মৃতদের পরিবারগুলির সঙ্গেও দেখা করার পরিকল্পনা ছিল। 

কিন্তু প্রশাসনিক নির্দেশে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, শনিবারের এই দুর্ঘটনায় ১০ শিশুসহ ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর