বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

থালাপতি বিজয়কে তলব করল সিবিআই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

বিজয়সহ তিনজনের বিরুদ্ধে মামলা, ভিডিও বার্তায় যা বললেন অভিনেতা

ভারতের দক্ষিণী সুপারস্টার অভিনেতা ও তামিলনাড়ুর নতুন রাজনৈতিক দল- তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়কে তলব করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। গত বছর তামিলনাড়ুর কারুরে অভিনেতার জনসভায় পদদলিত হয়ে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে।

গত বছরের ২৭ সেপ্টেম্বর কারুর-ইরোড হাইওয়ের ভেলুসামিপুরমে বিজয়ের একটি বিশাল জনসভা আয়োজিত হয়। সেদিন দুপুর ১২টায় সমাবেশ স্থলে পৌঁছানোর কথা থাকলেও অভিনেতা সন্ধ্যা ৭টার দিকে সভাস্থলে পৌঁছান। দীর্ঘ সময় অপেক্ষার ফলে ১০ হাজার ধারণক্ষমতার সেই মাঠে প্রায় ৩০ হাজার মানুষের ভিড় জমে যায়। নিরাপত্তা বিধি লঙ্ঘন করে সামনে এগোতে থাকলে পদপিষ্টের ঘটনা ঘটে। এ মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় ৪১ জন প্রাণ হারায় এবং অন্তত ৬০ জন আহত হন।


বিজ্ঞাপন


পদদলিত হয়ে মৃত্যুর দায় ওঠে বিজয়ের কাঁধে। সুপ্রিম কোর্টের বিচারপতি জে.কে. মহেশ্বরী এবং এন.ভি. আনজারিয়ার দ্বৈত বেঞ্চ সিবিআইকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে একটি তিন সদস্যের পর্যবেক্ষণ কমিটিও গঠন করা হয়েছে।

এ ঘটনার পর বিজয়ের দল টিভিকে-এর পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আহতদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়। বিজয় নিজেই এক ভিডিও বার্তায় শোকসন্তপ্ত পরিবারগুলো পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।


বিজ্ঞাপন


Thalaivaa

এদিকে অভিনেতার নতুন সিনেমা ‘জন নায়গন’ নিয়ে আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা। ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা থাকলেও এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র মেলেনি। নির্মাতার দাবি, ১৮ ডিসেম্বর সিনেমাটি জমা দেওয়া হলেও বোর্ড বিভিন্ন সংশোধনী চেয়েছে। সময়মতো সেন্সর বোর্ডের সার্টিফিকেট না পাওয়ায় থিয়েটারে অগ্রিম টিকিট বুকিং শুরু করা যাচ্ছে না। 

ইএইচ/ এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর