সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভক্তের ধাক্কায় পড়ে গেলেন বিজয়, ভিডিও ভাইরাল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

ভক্তের ধাক্কায় পড়ে গেলেন বিজয়, ভিডিও ভাইরাল 

গত বছর রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) প্রতিষ্ঠা করেন দক্ষিণী সুপারস্টার অভিনেতা বিজয় থালাপতি। এর পর থেকে গুঞ্জন ওঠে শিগ্‌গিরই অভিনয়কে বিদায় জানাবেন তিনি। অবশেষে গুঞ্জনই সত্য হলো। গতকাল রোববার প্রায় ৯০ হাজার দর্শকের সামনে ৩৩ বছরের অভিনয় জীবনকে বিদায় জানান বিজয়। 

জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পরেই দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। জানা গেছে, ২৮ ডিসেম্বর রাতে মালয়েশিয়া থেকে ফেরার কিছুক্ষণ পর চেন্নাই বিমানবন্দরে নিজের গাড়িতে ওঠার সময় ভক্তদের ধাক্কায় হোঁচট খেয়ে পড়ে যান টিভিকে-এর প্রধান। 


বিজ্ঞাপন


bijoyt

গতকাল রোববার অভিনেতার আসন্ন ছবি ‘জানা নায়াগান’-এর গানের আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে মালয়েশিয়া থেকে চেন্নাই ফেরেন। বিজয় যখন বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন, তখন তাঁকে এক ঝলক দেখতে নিরাপত্তা বেষ্টনী ঢেলে তাঁর গাড়ির কাছে চলে আসেন হাজার হাজার ভক্তরা। ভিড়ের মধ্যে ভারসাম্য হারিয়ে অভিনেতা পড়ে যান। ভিডিওতে দেখে যায়, নিরাপত্তা কর্মীরা তাঁকে দ্রুত গাড়িতে তুলে সেখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করেন।

অভিনেতাকে শেষবার বড়পর্দায় দেখা যাবে ‘জন নায়াগান’ সিনেমাতে। আগামী বছরের ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে থালাপতি অভিনীত শেষ সিনেমা। এইচ বিনোথ পরিচালিত এ সিনেমায় নায়কের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল ও মামিথা বাইজু। 


বিজ্ঞাপন


রোববার সিনেমার গান প্রকাশের পর আবেগঘন এক বার্তায় অভিনেতা বলেন, ‘শ্রীলঙ্কার পর মালয়েশিয়াতেই বিশ্বের সবচেয়ে বড় তামিল জনগোষ্ঠীর বসবাস। বিলা’, ‘কাভালান’ এবং ‘কুরুবি’-র মতো অনেক জনপ্রিয় সিনেমার শুটিং এই মাটিতেই হয়েছে। এতদিন মানুষ আমার জন্য সিনেমা হলে এসে দাঁড়িয়েছেন। এবার আমার পালা তাঁদের জন্য দাঁড়ানোর।’

থালাপতি আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে অনেক সমালোচনা সইলেও ভক্তরাই তাঁকে ‘বালুর ঘর’ থেকে আজকের এই ‘প্রাসাদে’ পৌঁছে দিয়েছেন। তাই আগামী ৩০-৩৩ বছর মানুষের পাশে দাঁড়িয়ে ভক্তদের এ ভালোবাসার ঋণ আমি শোধ করতে চাই।’

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর