বিনোদন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম
বর্তমানে বলিউড বা দক্ষিণী সুপারস্টারদের পারিশ্রমিক ১০০ কোটি নেওয়ার ঘটনা খুব স্বাভাবিক। কিন্তু নব্বইয়ের দশকের শুরুতে, যখন অমিতাভ বচ্চনের মতো তারকাও এক কোটি টাকার নিচে পারিশ্রমিক নিতেন, ঠিক সেই সময় এক কোটির গণ্ডি পেরিয়েছিলেন ভারতের দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী।
অভিনয় দক্ষতা এবং নৃত্যশৈলীর কারণে অল্পসময়ের মধ্যে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু ছবি ‘আপাদ্বন্ধবদু’-এর জন্য ১ কোটি ২৫ লক্ষ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। ভারতীয় নায়কদের মধ্যে তিনিই প্রথম এত বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম‘দ্য উইক’-এর প্রতিবেদন অনুসারে ভারতের প্রথম অভিনেতা হিসেবে ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়েন এই তারকা অভিনেতা।
চিরঞ্জীবীর বাবা একজন পুলিশ কনস্টেবল ছিলেন। ভারতের অন্ধ্রপ্রদেশের মোগলথুরে জন্মগ্রহণ করেন তিনি। চিরঞ্জীবীর আসল নাম কোনিদেলা শিব শঙ্কর ভারপ্রসাদ। সিনেমাতে অভিনয়ে আসার সময় মায়ের পরামর্শে নাম পরিবর্তন করে চিরঞ্জীবী রাখেন।

১৯৭৮ সালের ‘পুন্ডিরাল্লু’ সিনেমা দিয়ে চলচ্চিত্র যাত্রা শুরু। এরপর ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘খাইদি’ সিনেমা দিয়ে তারকার খ্যাতি অর্জন করেন। প্রায় দুই দশক ধরে তেলুগু ইন্ডাস্ট্রিতে একক রাজত্ব করেছেন তিনি। ৮০-এর দশকের শেষের দিকে তিনি এক বছরে ১৪টি হিট সিনেমার রেকর্ড গড়েন এবং ভারতীয় সিনেমায় ‘দ্য নিউ মানি মেশিন’ খেতাব পান।
বর্তমানে তিনি অনিল রবিপুদি পরিচালিত ‘মন শঙ্কর বরপ্রসাদ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ২০২৬ সালে ছবিটি মুক্তির কথা রয়েছে। ‘মন শঙ্কর বরপ্রসাদ’-এর শুটিং শেষে দশেরা খ্যাত শ্রীকান্ত ওড়ের অ্যাকশন থ্রিলার ছবি অভিনয় করবেন।
ইএইচ/