দক্ষিণী সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুনের দিদিমা (নানী) আর নেই। আজ শনিবার (৩০ আগস্ট) মারা গেছেন তিনি। মৃত্যুকালে অভিনেতার দাদিমার বয়স হয়েছিল ৯৪ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, দিদিমার মৃত্যুসময়ে মুম্বাই ছিলেন আল্লু। দাদির মৃত্যুর সংবাদ পেয়ে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেন। রাম চরণও শহরের বাইরে। তিনি ‘মাইসোরে’এর পরিচালক বুচ্চি বাবু সানার নতুন ছবি ‘পেড্ডি’-এর শুটিং করছিলেন। দিদিমার মৃত্যুর খবর পেয়ে তিনিও শুটিং বাতিল করে হায়দরাবাদ ফিরছেন। রাম চরণ ও আল্লু অর্জুন খালাতো ভাই। তাঁদের বাবা আল্লু আরবিন্দ ও চিরঞ্জীবী শ্বশুরবাড়ি সূত্রে আত্মীয়।
বিজ্ঞাপন
এদিকে জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী তাঁর শ্বাশুড়ির মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি লেখেন, ‘আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শাশুড়ি মা, কীর্তিশেষ আল্লু রামালিঙ্গাইয়া গারুর পত্নী কানকরত্নাম্মা গারুর পরলোকগমনে আমরা অত্যন্ত শোকাহত।’
এরপর তিনি যোগ করেন, ‘আমাদের পরিবারগুলোর প্রতি তিনি যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমাদের জন্য চিরকাল এক অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর পবিত্র আত্মার শান্তির জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’
ইএইচ/

